সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

হাদিস ও হাদিসের ব্যাখ্যা বারযাখী হায়াতে জান্নাত ও জাহান্নামের অবস্থান

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
833
Comments
981
Reactions
9,201
Credits
4,217
হাদীস : আবদুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতী হয়, তবে (অবস্থান স্থল) জান্নাতীদের মধ্যে দেখানো হয়। আর সে জাহান্নামী হলে, তাকে জাহান্নামীদের (অবস্থান স্থল দেখানো হয়) আর তাকে বলা হয়, এ হচ্ছে তোমার অবস্থান স্থল, কিয়ামত দিবসে আল্লাহ তোমাকে পুনরুত্থিত করা অবধি।”

হাদীসের তাখরীজ: সহীহ বুখারী, ১৩৭৯; সহীহ মুসলিম, ২৮৬৬; মুসনাদে আহমাদ, ৫১১৯; মুয়াত্তা মালেক, ৫৭০; সুনান তিরমীযি, ১০৭২; সুনান নাসায়ী, ২০৭২; সুনান ইবনে মাজাহ, ৪২৭০

হাদীসের শিক্ষাসমূহ :

[এক] উপরিউক্ত হাদীস থেকে কবরের আযাব ও কবরের নি'আমতের বিষয় প্রমাণিত হয়।

[দুই] সকাল-সন্ধ্যা কবরবাসীদের বারযাখ পরবর্তী জীবন সম্পর্কে সচেতন করা হয় ও অবহিত করা হয়।

[তিন] কিয়ামত পর্যন্ত বারযাখী হায়াতে যারা থাকবে তারা জান্নাতের অধিক আগ্রহে এবং জাহান্নামের কঠোরতার ভয়ে বারযাখী জীবনে তারা ভীতবিহ্বল থাকবে।

[চার] কবরে জান্নাত ও জাহান্নামের যেই ইঙ্গিত কবরবাসীকে দেয়া হয়ে থাকে তা শুধুমাত্র আশ্বাস ও প্রতিশ্রুতির মতো। এ হাদীস থেকে এটা প্রমাণিত হয়না যে, মৃত্যু পরবর্তী বারযাহী হায়াতেই জান্নাত-জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। বরং, জান্নাত-জাহান্নাম বিচার ফায়সালার পর নির্ধারিত হবে।

[পাঁচ] মৃত্যুর পরবর্তী জীবন বা কবরের জিন্দেগীর হাকীকাত দুনিয়ার জীবনের সাথে কোনো প্রকার সাদৃশ্য নেই।

[ছয়] কবরবাসী বারযাহী হায়াতে সকাল-সন্ধ্যা উপলব্ধি করবে তবে তার ধরণ ও প্রকৃতি আল্লাহ তা'আলা ছাড়া কেউ জানে না।

[সাত] মৃত্যুর পরই ব্যক্তির বারযাখী হায়াত শুরু হয়ে যায়। কবর কেবলমাত্র বারযাখের একটি মনযিল মাত্র।

— স্বর্ণালি সনদে বর্ণিত চল্লিশ হাদীস, ড. মুহাম্মদ সাইফুল্লাহ, মাকতাবাত আল মুফলিহুন
 
COMMENTS ARE BELOW
Top