আওযাঈ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, আতা খুরাসানি (রহিমাহুল্লাহ) বলেছেন :
বান্দা জমিনের যে অংশে আল্লাহর উদ্দেশ্যে সিজদাবনত হয়, ওই ভূখণ্ড কিয়ামাতের দিন তার সিজদার ব্যাপারে সাক্ষ্য দেবে। এমনকি সে যেদিন মারা যাবে, সেদিনও ঐ ভূখণ্ড কাঁদবেও।
– আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া : ৫/১৯৫; সহীহ (মাওকুফ)
বান্দা জমিনের যে অংশে আল্লাহর উদ্দেশ্যে সিজদাবনত হয়, ওই ভূখণ্ড কিয়ামাতের দিন তার সিজদার ব্যাপারে সাক্ষ্য দেবে। এমনকি সে যেদিন মারা যাবে, সেদিনও ঐ ভূখণ্ড কাঁদবেও।
– আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া : ৫/১৯৫; সহীহ (মাওকুফ)