ঈদের দিন আনন্দ হবে এটাই স্বাভাবিক। তবে আনন্দ-উল্লাসের নামে গান-বাজনা করা, অবৈধ খেলাধুলার আয়োজন করা এবং টিভি-সিনেমার নোংরা চলচ্চিত্র দর্শন করা, নগ্নতা, বেহায়াপনা প্রদর্শন করা হারাম। কেননা এগুলো মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করার ইহূদী-খ্রিষ্টান ও পাশ্চাত্য সাম্রাজ্যবাদী গোষ্ঠী কর্তৃক চালু করা অপসংস্কৃতি। তাছাড়া সিয়াম পালনকারী কোন ব্যক্তি এরূপ করতেই পারে না (সহীহ বুখারী, হা/১৯০৪; নাসাঈ, হা/২২১৬; মিশকাত, হা/১৯৫৯)।
আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন,
‘আবুবকর (রাযিয়াল্লাহু আনহু) এলেন, তখন আমার কাছে আনছারী দু’টি মেয়ে বু‘আছ যুদ্ধের দিন আনছারীগণ যা পরস্পর বলেছিলেন সে সম্পর্কে গান গাইছিল। তিনি বলেন, তারা কোন পেশাদার গায়িকা ছিল না। আবুবকর (রাযিয়াল্লাহু আনহু) বললেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ঘরে শয়তানী বাদ্যযন্ত্র (দফ্)! আর এটি ছিল ঈদের দিন। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হে আবুবকর! থাম থাম। প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসব রয়েছে। আর এদিন আমাদের আনন্দ উৎসবের দিন (সহীহ বুখারী, হা/৯৫২; সহীহ মুসলিম, হা/৮৯২; মিশকাত, হা/১৪৩২)।
আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন,
دَخَلَ أَبُوْ بَكْرٍ وَعِنْدِىْ جَارِيَتَانِ مِنْ جَوَارِى الْأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الْأَنْصَارُ يَوْمَ بُعَاثَ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ فَقَالَ أَبُوْ بَكْرٍ أَمَزَامِيْرُ الشَّيْطَانِ فِىْ بَيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ فِىْ يَوْمِ عِيْدٍ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيْدًا وَهَذَا عِيْدُنَا
‘আবুবকর (রাযিয়াল্লাহু আনহু) এলেন, তখন আমার কাছে আনছারী দু’টি মেয়ে বু‘আছ যুদ্ধের দিন আনছারীগণ যা পরস্পর বলেছিলেন সে সম্পর্কে গান গাইছিল। তিনি বলেন, তারা কোন পেশাদার গায়িকা ছিল না। আবুবকর (রাযিয়াল্লাহু আনহু) বললেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ঘরে শয়তানী বাদ্যযন্ত্র (দফ্)! আর এটি ছিল ঈদের দিন। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হে আবুবকর! থাম থাম। প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসব রয়েছে। আর এদিন আমাদের আনন্দ উৎসবের দিন (সহীহ বুখারী, হা/৯৫২; সহীহ মুসলিম, হা/৮৯২; মিশকাত, হা/১৪৩২)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: