প্রশ্নোত্তর ফ্রি মিক্সিং আছে এমন কর্মক্ষেত্রে পুরুষদের কাজ করার বিধান

Joined
Jun 16, 2023
Threads
70
Comments
97
Reactions
1,067
নারী পুরুষের ইখতিলাত্ব (ফ্রি মিক্সিং) হয় এমন স্থানে কাজ করলে কি সেই পেশায় অর্জিত উপার্জন হারাম হবে?

শায়েখ স্বলেহ আল ফাওযান (হাফিযাহুল্লাহ):
প্রশ্নকারী এমন এক ব্যক্তি সম্পর্কে জানতে চেয়েছে যে বাজারে বা এমন কোনো স্থানে কাজ করে, যেখানে পুরুষ ও নারীর ইখতিলাত্ব (ফ্রি মিক্সিং) থাকে। তাঁর উপার্জন কি হারাম হবে?

উত্তর: উপার্জন যদি কোনো ঠকবাজি, প্রতারণা বা সুদের আশ্রয় ছাড়া হয়, তবে তা হালাল। তবে সে স্থানে থাকার কারণে গুনাহ হবে যেখানে নারী-পুরুষের ইখতিলাত্ব (ফ্রি মিক্সিং) রয়েছে। অর্থাৎ, উপার্জন হালাল হলেও নারী-পুরুষের অবাধ ইখতিলাত্ব (ফ্রি মিক্সিং) ঘটে এমন স্থানে অবস্থানের কারণে সে গুনাহগার হবে। জ্বি।

هذا يسال عن شخص يشتغل في سوق أو في مكان فيه اختلاط بين الرجال والنساء، هل كسبه حرام؟

الكسب اذا كان ما في غش ولا خديعة ولا ولا ربا - حلال، لكن ياثم على المكان الذي فيه اختلاط، ياثم كسبه حلال، لكن مع الاثم في انه ياتي الى مكان فيه اختلاط، ياثم على ذلك، نعم.

সূত্র: অডিও রেকর্ডিং

নারীদের উপস্থিতি রয়েছে, অর্থাৎ নারী পুরুষের ফ্রি মিক্সিং বা ইখতিলাত্ব রয়েছে এরূপ কর্মক্ষেত্রে কাজের বিধান সম্পর্কে শায়েখ মুহাম্মদ বিন স্বলেহ আল উছাইমীন (রাহিমাহুল্লাহ)↓

প্রশ্নকারী: হে শাইখ, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। যদি কোনো ব্যক্তির জন্য তার দেশে নারী সমাগমমুক্ত কর্মক্ষেত্র খুঁজে পাওয়া কঠিন হয়, যেখানে দেশটির অধিকাংশ নারীরাই কর্মক্ষেত্রে জড়িত, তাহলে সেক্ষেত্রে তার হুকুম কী হবে? সে কি সেখানে কাজ করবে? কারণ, যেসব কর্মক্ষেত্রগুলোতে নারীদের সংখ্যাধিক্যতা রয়েছে সেসব কর্মক্ষেত্রগুলোর সংখ্যাই বেশি। অধিকাংশ অফিসেই নারীদের খানিক উপস্থিতি পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে হুকুম কী? সে কি কাজ করবে নাকি করবে না?

শায়েখ মুহাম্মদ বিন সলেহ আল উছাইমীন:
আল্লাহ আপনার মঙ্গল করুন। যদি সে নারীমুক্ত কোনো স্থানে কাজের সুযোগ পায়, তাহলে নারীসমাগমযুক্ত স্থান পরিহার করাই তার কর্তব্য। কিন্তু যদি তার পক্ষে তা সম্ভব না হয় এবং কাজের অত্যন্ত প্রয়োজন দেখা দেয়, তাহলে সে কাজ করতে পারবে। তবে অবশ্যই নারীদের থেকে দূরত্ব বজায় রাখা, দৃষ্টি নত রাখা এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করা জরুরি। “তোমরা যতটুকু পারো আল্লাহকে ভয় করো” (সূরা তাগাবুন: ১৬)। উদাহরণস্বরূপ, যদি আমরা এমন কোনো দেশে বসবাস করি যেখানে নারীরা প্রকাশ্য সাজ-সজ্জা ও সুগন্ধি নিয়ে বের হয়, তাহলে কি আমরা বলবো যে, “তুমি নামাজের জামাতেও যেও না, কারণ বাজারে এমন নারীদের ভিড়”? না, এমন বলা যাবে না। আবার আমরা কি এটা বলতে পারবো যে, বাড়ির প্রয়োজনীয় সামগ্রী আনতেও বাইরে যেও না? না, এমনটা বলা যাবে না। অতএব, যদি তোমার কাজের অত্যন্ত প্রয়োজন হয় এবং নারীমুক্ত অন্য কোনো স্থান না পাওয়া যায়, অথচ অর্থের প্রয়োজন থাকে, তাহলে কাজ করো। তবে নারীদের থেকে দূরত্ব রেখো, দৃষ্টি সংযত রাখার ব্যাপারে সতর্ক থেকো। জ্বি।

السائل: شيخ، عفا الله عنك. ما اذا كان رجل في بلده يصعب عليه ان يعمل في مكان لا يوجد فيه نساء، حيث ان هذا البلد يكثر في عمل نساء فما الحكم، شيخ؟ هل يعمل؟ لأن المجالات التي فيها النساء اكثر من المجالات، في معظم الدوائر تجد فيها نساء شيء، فما الحكم؟ هل يعمل ولا؟

الشيخ محمد بن صالح العثيمين: اذا كان — بارك الله فيك— يمكنه ان يعمل في مكان ليس فيه نساء فليدع هذا المكان اللي فيه النساء، ويعمل فيه. اذا كان لا يمكنه وهو محتاج الى العمل فليعمل وليحرص على البعد عن النساء، وليغض بصره، واتقوا الله، فاتقوا الله ما استطعتم. نحن الان في مثلا في بلد يعني لو كنا في بلد النساء تخرج متبرجة متطيبة، هل نقول لا تخرج للصلاة لأن السوق مملوء من هؤلاء النساء؟ لا. هل نقول لا تخرج تاتي بحوائج البيت؟ لا، فإذا احتجت الى العمل في هذا المكان الذي فيه النساء ولم تجد غيره، وانت في حاجة الى المال فاعمل، واحرص على البعد عن النساء وغض البصر.

ফতোয়া লিংক
অনুবাদ ও শ্রুতিলেখন: সাফিন চৌধুরী
জয়েন টেলিগ্রাম: ideology of salaf
 
Back
Top