Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
প্রথম সমাধান হলো, আল্লাহর দীনে ফিরে আসা। আমাদের ও আমাদের রবের মাঝে যে সম্পর্ক আছে, তা ঠিক করা।
ㅤ
দ্বিতীয়, তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ এবং কুরআন ও সুন্নাহ থেকে প্রাপ্ত সঠিক আকীদাহর প্রতি মনোযোগ দেওয়া।
ㅤ
তৃতীয়, মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য আন্তরিক চেষ্টা ও পরিশ্রম করা। (তাওহীদ ও আকীদাহর) এই নীতির ওপর তাদের একত্রিত করতে হবে।
ㅤ
চতুর্থ, মতভেদ, খেয়ালখুশি এবং মতের পার্থক্য থেকে দূরে থাকা।
ㅤ
নবি ﷺ বলেছেন, "সময় আসছে যখন জাতিগুলো তোমাদের বিরুদ্ধে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্তরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে।" সাহাবিরা জিজ্ঞেস করলেন, "হে আল্লাহর রাসূল! আমরা কি তখন সংখ্যায় কম থাকব?" তিনি বললেন, "না, বরং তোমরা তখন সংখ্যায় অনেক বেশি থাকবে। কিন্তু তোমরা স্রোতে ভেসে আসা ফেনার মতো হবে।"
ㅤ
পঞ্চম, যা কিছু ঘটছে, তার জন্য একে অপরকে দোষারোপ করা থেকে বিরত থাকা। বরং আমাদের নিজেদের আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এবং শিরক, বিদআত এবং পাপ থেকে পরিশুদ্ধ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
ㅤ
এটাই সমাধান। এটাই একমাত্র সমাধান। মুসলিমদের ঐক্য কখনোই এই সমাধান ছাড়া সম্ভব নয়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে, তিনি আমাদের সবাইকে এমন কাজে সফলতা দান করুন, যা তিনি পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন।
ㅤ
━ শাইখ ড. সালিহ ইবনু সাদ আস সুহাইমি (রাহিমাহুল্লাহ), সাবেক প্রফেসর, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও সদস্য, সৌদি স্থায়ী ফতোয়া কমিটি
– বিলিভার্স ভিশন পাবলিকেশন্স থেকে প্রকাশিতব্য বই “আমাদের আকসা, আমাদের ফিলিস্তিন” থেকে।
ㅤ
দ্বিতীয়, তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ এবং কুরআন ও সুন্নাহ থেকে প্রাপ্ত সঠিক আকীদাহর প্রতি মনোযোগ দেওয়া।
ㅤ
তৃতীয়, মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য আন্তরিক চেষ্টা ও পরিশ্রম করা। (তাওহীদ ও আকীদাহর) এই নীতির ওপর তাদের একত্রিত করতে হবে।
ㅤ
চতুর্থ, মতভেদ, খেয়ালখুশি এবং মতের পার্থক্য থেকে দূরে থাকা।
ㅤ
নবি ﷺ বলেছেন, "সময় আসছে যখন জাতিগুলো তোমাদের বিরুদ্ধে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্তরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে।" সাহাবিরা জিজ্ঞেস করলেন, "হে আল্লাহর রাসূল! আমরা কি তখন সংখ্যায় কম থাকব?" তিনি বললেন, "না, বরং তোমরা তখন সংখ্যায় অনেক বেশি থাকবে। কিন্তু তোমরা স্রোতে ভেসে আসা ফেনার মতো হবে।"
ㅤ
পঞ্চম, যা কিছু ঘটছে, তার জন্য একে অপরকে দোষারোপ করা থেকে বিরত থাকা। বরং আমাদের নিজেদের আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এবং শিরক, বিদআত এবং পাপ থেকে পরিশুদ্ধ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
ㅤ
এটাই সমাধান। এটাই একমাত্র সমাধান। মুসলিমদের ঐক্য কখনোই এই সমাধান ছাড়া সম্ভব নয়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে, তিনি আমাদের সবাইকে এমন কাজে সফলতা দান করুন, যা তিনি পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন।
ㅤ
━ শাইখ ড. সালিহ ইবনু সাদ আস সুহাইমি (রাহিমাহুল্লাহ), সাবেক প্রফেসর, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও সদস্য, সৌদি স্থায়ী ফতোয়া কমিটি
– বিলিভার্স ভিশন পাবলিকেশন্স থেকে প্রকাশিতব্য বই “আমাদের আকসা, আমাদের ফিলিস্তিন” থেকে।
Attachments