Salafi
Salafi User
- Joined
- Nov 5, 2024
- Threads
- 31
- Comments
- 79
- Reactions
- 546
- Thread Author
- #1
আসসালামু আলাইকুম!
সোশ্যাল মিডিয়াতে আমি প্রায়ই একটা কথা এত এত দেখি যে অনেক অদ্ভুত মনে হয় আমার কাছে। ফিরাউন নাকি তরমুজ কিনে এনে কেজি দরে বিক্রি করতো? প্রথমত ফিরাউনের তরমুজ বিক্রি করা ব্যাপারটাই আজগুবি অনেকটা। যাই হোক গতকাল, এমন একজনে জিজ্ঞেস করলাম ভাই, আপনারা যে এই কথাটা বলেন এটার কোনো দলিল বা রেফারেন্স আছে একটু দেখবো? উত্তর আশে নাই। তাই মনে হল ফোরামে একটু জিজ্ঞেস করি।
কারো জানা থাকলে জানাবেন। জাযাকাল্লাহু খইরান!
সোশ্যাল মিডিয়াতে আমি প্রায়ই একটা কথা এত এত দেখি যে অনেক অদ্ভুত মনে হয় আমার কাছে। ফিরাউন নাকি তরমুজ কিনে এনে কেজি দরে বিক্রি করতো? প্রথমত ফিরাউনের তরমুজ বিক্রি করা ব্যাপারটাই আজগুবি অনেকটা। যাই হোক গতকাল, এমন একজনে জিজ্ঞেস করলাম ভাই, আপনারা যে এই কথাটা বলেন এটার কোনো দলিল বা রেফারেন্স আছে একটু দেখবো? উত্তর আশে নাই। তাই মনে হল ফোরামে একটু জিজ্ঞেস করি।
কারো জানা থাকলে জানাবেন। জাযাকাল্লাহু খইরান!