ডক্টর সুলাইমান বিন সালীমুল্লাহ আর-রুহাইলী হাফিযাহুল্লাহ বলেনঃ
ফিতনার যুগে একজন মুসলিমের যেসব মূলনীতি জানা জরুরী::
১) আবেগের অনুসরণ করো না। বরং আবেগকে শরীয়ত দ্বারা কন্ট্রোল করো।
২) অস্হির মতি হয়ো না। বরং কোরআন সুন্নাহর আলোয় প্রতিষ্ঠিত থাকো।
৩) কোনো কথা/কাজ বর্ণনা করতে গেলে যাচাই করো, তড়িঘড়ি করো না।
৪) তোমার পছন্দকে দলীলের বিপরীতে দাড় না করিয়ে বরং দলীল অনুযায়ী তোমার ইচ্ছাকে সাজাও।
৫) অজ্ঞতা থেকে সাবধান থাকো, জ্ঞানার্জন ও বিতরণে আগ্রহী হও।
৬) দলাদলি ছাড়ো, ঐক্যবদ্ধ হও।
৭) মতানৈক্যের সময় ছোটদের থেকে দূরে থাকো, বড়দের কথা গ্রহণ করো।
৮) জুলুম, শাস্তি ও মন্দ থেকে বেঁচে থাকো। ইনসাফ ও ইনসাফকারী এবং কল্যাণ ও কল্যাণকারী কে আঁকড়ে ধরো।
৯) বিদআত থেকে দূরে থাকো, সুন্নাতকে আঁকড়ে ধরো।
১০) ফিতনা খুঁজে বেরিয়ো না, বরং আল্লাহর কাছে ফিতনার অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করো।
১১) ফিতনার নিকটবর্তী হওয়া থেকে বিরত থাকো এবং তার থেকে দূরত্ব বজায় রাখো।
১২) ফিতনার চাকচিক্য, সৌন্দর্য দেখে ধোঁকায় পড়োনা; বরং মুমিনের স্হির দৃষ্টিতে এর বাস্তবতা অবলোকন করো।
১৩) ফিতনাকে বৃদ্ধি করার চেয়ে প্রতিরোধ করা অধিক সহজ।
১৪) বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, মধ্যমপন্থা অবলম্বন করো।
১৫) ফতোওয়া গ্রহণের সময় প্রবৃত্তি (নিজের পছন্দ) থেকে সতর্ক থাকো। দলীল দ্বারা আলোকিত যেগুলো, সেগুলোই কেবল গ্রহণ করো।
১৬) নাফরমানি থেকে বেঁচে থাকো, হক আদায় করো।
১৭) যদি সাধারণ লোক হও তাহলে প্রবৃত্তির মাধ্যমে ফতোওয়া গ্রহণ করো না, জ্ঞানীদের অনুসরণ করো।
১৮) সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে বেঁচে থাকো, সত্যকে তার উৎস ও পরিণামসহ জানো।
--(সহীহ মুসলিমের "কিতাবুল ফিতান" দারস থেকে। ক্যাসেট-২৪)07:38 PM
ফিতনার যুগে একজন মুসলিমের যেসব মূলনীতি জানা জরুরী::
১) আবেগের অনুসরণ করো না। বরং আবেগকে শরীয়ত দ্বারা কন্ট্রোল করো।
২) অস্হির মতি হয়ো না। বরং কোরআন সুন্নাহর আলোয় প্রতিষ্ঠিত থাকো।
৩) কোনো কথা/কাজ বর্ণনা করতে গেলে যাচাই করো, তড়িঘড়ি করো না।
৪) তোমার পছন্দকে দলীলের বিপরীতে দাড় না করিয়ে বরং দলীল অনুযায়ী তোমার ইচ্ছাকে সাজাও।
৫) অজ্ঞতা থেকে সাবধান থাকো, জ্ঞানার্জন ও বিতরণে আগ্রহী হও।
৬) দলাদলি ছাড়ো, ঐক্যবদ্ধ হও।
৭) মতানৈক্যের সময় ছোটদের থেকে দূরে থাকো, বড়দের কথা গ্রহণ করো।
৮) জুলুম, শাস্তি ও মন্দ থেকে বেঁচে থাকো। ইনসাফ ও ইনসাফকারী এবং কল্যাণ ও কল্যাণকারী কে আঁকড়ে ধরো।
৯) বিদআত থেকে দূরে থাকো, সুন্নাতকে আঁকড়ে ধরো।
১০) ফিতনা খুঁজে বেরিয়ো না, বরং আল্লাহর কাছে ফিতনার অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করো।
১১) ফিতনার নিকটবর্তী হওয়া থেকে বিরত থাকো এবং তার থেকে দূরত্ব বজায় রাখো।
১২) ফিতনার চাকচিক্য, সৌন্দর্য দেখে ধোঁকায় পড়োনা; বরং মুমিনের স্হির দৃষ্টিতে এর বাস্তবতা অবলোকন করো।
১৩) ফিতনাকে বৃদ্ধি করার চেয়ে প্রতিরোধ করা অধিক সহজ।
১৪) বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, মধ্যমপন্থা অবলম্বন করো।
১৫) ফতোওয়া গ্রহণের সময় প্রবৃত্তি (নিজের পছন্দ) থেকে সতর্ক থাকো। দলীল দ্বারা আলোকিত যেগুলো, সেগুলোই কেবল গ্রহণ করো।
১৬) নাফরমানি থেকে বেঁচে থাকো, হক আদায় করো।
১৭) যদি সাধারণ লোক হও তাহলে প্রবৃত্তির মাধ্যমে ফতোওয়া গ্রহণ করো না, জ্ঞানীদের অনুসরণ করো।
১৮) সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে বেঁচে থাকো, সত্যকে তার উৎস ও পরিণামসহ জানো।
--(সহীহ মুসলিমের "কিতাবুল ফিতান" দারস থেকে। ক্যাসেট-২৪)07:38 PM