New member
নফল সালাত পড়া যাবে, তবে সর্বদা না পড়ায় ভাল। শায়খুল ইসলাম ইবনু তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘নফল সালাত জামা‘আতে আদায় করা যাবে। তবে তা যেন প্রতিদিন-ই না হয়। জামা‘আতে নফল সালাত দুই ধরনের। যথা :
১. যে নফল সালাত জামা‘আতে আদায় করতে হয়। যেমন, সূর্য গ্রহণের সালাত, বৃষ্টির জন্য সালাত, রামাযান মাসের ক্বিয়াম।
২. যে নফল সালাত জামা‘আতে আদায় করা যায় না। যেমন, মসজিদে প্রবেশের সালাত, দৈনন্দিন ১২ রাক‘আত সুন্নাত ইত্যাদি। কারণ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাহাবীদের নিয়ে এই ধরনের নফল সালাত জামা‘আতে আদায় করেননি’ (মাজমূঊল ফাতাওয়া, ২৩য় খণ্ড, পৃ. ৪১৩-৪১৪)।
১. যে নফল সালাত জামা‘আতে আদায় করতে হয়। যেমন, সূর্য গ্রহণের সালাত, বৃষ্টির জন্য সালাত, রামাযান মাসের ক্বিয়াম।
২. যে নফল সালাত জামা‘আতে আদায় করা যায় না। যেমন, মসজিদে প্রবেশের সালাত, দৈনন্দিন ১২ রাক‘আত সুন্নাত ইত্যাদি। কারণ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাহাবীদের নিয়ে এই ধরনের নফল সালাত জামা‘আতে আদায় করেননি’ (মাজমূঊল ফাতাওয়া, ২৩য় খণ্ড, পৃ. ৪১৩-৪১৪)।
আল-ইখলাছ।