রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রুকূ‘ সিজদায় কুরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন (সহীহ মুসলিম, হা/৪৭৯)।
তবে কুরআনের দু‘আ মূলক আয়াতসমূহ রকূ‘, সিজদা কিংবা সালামের পূর্বে দু‘আর নিয়তে পড়া বৈধ; কুরআন তেলাওয়াতের নিয়তে নয় (ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৪৪৩)।
তবে কুরআনের দু‘আ মূলক আয়াতসমূহ রকূ‘, সিজদা কিংবা সালামের পূর্বে দু‘আর নিয়তে পড়া বৈধ; কুরআন তেলাওয়াতের নিয়তে নয় (ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৪৪৩)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: