ইমাম নববী (রহিমাহুল্লাহ) বলেন, আমাদের শাইখরা বলেন, হাদীসের ভিত্তিতে তাহিয়্যাতুল মাসজিদ দুই রাকআত। এক সালামে যদি দুই রাকআতের অধিক সালাত একসাথে পড়া হয় তাহলে এটা জায়েয আছে। ওই সময় এই সবগুলোই তাহিয়্যাতুল মাসজিদ হয়ে যাবে। জানাযার সালাত বা শুকরানা সিজদা বা তিলাওয়াতে সিজদা দিলে অথবা এক রাকআত সালাত পড়লে তাহিয়্যাতুল মাসজিদ হবে না। কারণ এ বিষয়ে স্পষ্ট হাদীস আছে দুই রাকআতের কম তাহিয়্যাতুল মাসজিদ নেই। আমাদের শাইখরা বলেন, সালাত পড়ার সময় তাহিয়্যাতুল মসজিদের নিয়্যাত করা শর্ত নয়। বরং সাধারণভাবে যদি দুই রাকআত সালাত পড়ে বা দুই রাকআত সুন্নাতে রাতেবা বা সাধারণ সুন্নাতের নিয়্যাত করে বা ফরয সালাত বা কাযা সালাত অথবা মানতের সালাত পড়ে তাহলে এই সালাতও হয়ে যাবে এবং তাহিয়্যাতুল মাসজিদও হয়ে যাবে। এতে কোনো মতভেদ নেই। এমনিভাবে যদি ফরয ও তাহিয়্যাতুল মাসজিদের নিয়্যাত একসাথে করে বা সুন্নাতে রাতেবা ও তাহিয়্যাতুল মাসজিদের নিয়্যাত একসাথে করে তাহলে দুই সালাতই হয়ে যাবে। এতে করো কোনো বিমত নেই।
– আল বায়ান ২/২৮৬, মাজমু ৩/৫৪৪, ফাতহুল বারী ১/৫৩৭
– মিসকুল খিতাম: শারহু উমদাতিল আহকাম (১ম খন্ড), মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী