সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সালাত ফরয ও নফল সালাতের সাথে তাহিয়্যাতুল মাসজিদ আদায় হয়ে যায় এবং তা সর্বনিম্ন দুই রাকআত

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
833
Comments
981
Reactions
9,201
Credits
4,217
ইমাম নববী (রহিমাহুল্লাহ) বলেন, আমাদের শাইখরা বলেন, হাদীসের ভিত্তিতে তাহিয়্যাতুল মাসজিদ দুই রাকআত। এক সালামে যদি দুই রাকআতের অধিক সালাত একসাথে পড়া হয় তাহলে এটা জায়েয আছে। ওই সময় এই সবগুলোই তাহিয়্যাতুল মাসজিদ হয়ে যাবে। জানাযার সালাত বা শুকরানা সিজদা বা তিলাওয়াতে সিজদা দিলে অথবা এক রাকআত সালাত পড়লে তাহিয়্যাতুল মাসজিদ হবে না। কারণ এ বিষয়ে স্পষ্ট হাদীস আছে দুই রাকআতের কম তাহিয়্যাতুল মাসজিদ নেই। আমাদের শাইখরা বলেন, সালাত পড়ার সময় তাহিয়্যাতুল মসজিদের নিয়্যাত করা শর্ত নয়। বরং সাধারণভাবে যদি দুই রাকআত সালাত পড়ে বা দুই রাকআত সুন্নাতে রাতেবা বা সাধারণ সুন্নাতের নিয়্যাত করে বা ফরয সালাত বা কাযা সালাত অথবা মানতের সালাত পড়ে তাহলে এই সালাতও হয়ে যাবে এবং তাহিয়্যাতুল মাসজিদও হয়ে যাবে। এতে কোনো মতভেদ নেই। এমনিভাবে যদি ফরয ও তাহিয়্যাতুল মাসজিদের নিয়্যাত একসাথে করে বা সুন্নাতে রাতেবা ও তাহিয়্যাতুল মাসজিদের নিয়্যাত একসাথে করে তাহলে দুই সালাতই হয়ে যাবে। এতে করো কোনো বিমত নেই।

– আল বায়ান ২/২৮৬, মাজমু ৩/৫৪৪, ফাতহুল বারী ১/৫৩৭
– মিসকুল খিতাম: শারহু উমদাতিল আহকাম (১ম খন্ড), মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
 
Top