উত্তর : ফরয গোসল যা বড় নাপাকি (জানাবত: স্বপ্নদোষ, স্বামী-স্ত্রী মিলন, হায়িয, নিফাস)-এর কারণে করতে হয়, এর পরে উযূ করবে না, যদিও সুন্নাত নিয়মে (অর্থাৎ, এর আগে উযূ করা) গোসল না করা হয়। তবে গড়গড়া করে কুলি এবং নাকের গভীর পানি না পৌঁছালে গোসল হবেনা এবং এর মাধ্যমে সালাত আদায় করলে হবেনা। এমনকি এর পর উযূ করে সালাত আদায় করলেও হবেনা। আর যদি সাধারণ গোসল হয়, তবে এরপর উযূ করতে হবে।
– সৌদি সর্বোচ্চ উলামা পরিষদ ও স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য ইমাম মুহাম্মাদ ইবনু সালেহ আল-উসাইমীন রাহিমাহুল্লাহ, মাজমূ’ঊ ফাতাওয়া ওয়া রাসাইল খণ্ড. ১১, নং ১৮০, ১৮১, ১৮২
– সৌদি সর্বোচ্চ উলামা পরিষদ ও স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য ইমাম মুহাম্মাদ ইবনু সালেহ আল-উসাইমীন রাহিমাহুল্লাহ, মাজমূ’ঊ ফাতাওয়া ওয়া রাসাইল খণ্ড. ১১, নং ১৮০, ১৮১, ১৮২
Last edited: