প্রশ্ন ফরজ গোসলের ক্ষেত্রে কোন অংশ শুকনো থাকলে পরের দিন মনে পড়লে কি করনীয়?

Joined
Oct 12, 2024
Threads
46
Comments
76
Reactions
493
আসসালামু আলাইকুম। এরকম সমস্যায় আমরা অনেকেই পড়ে থাকি, পুরুষের ক্ষেত্রে বা মহিলা উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে এমতাবস্তায় আমার করণীয় কি? বিস্তারিত জানালে অনেক উপকৃত হব ইনশাল্লাহ!
 
প্রশ্ন : ফরয গোসল করে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গোসলের বিষয়ে সন্দেহ হ’লে অর্থাৎ শরীরের কিছু জায়গায় পানি পৌঁছেছে কি-না এই বিষয়ে সন্দেহ হ’লে কি শুধু ঐ অংশটি ধুতে হবে নাকি পুনরায় গোসল করতে হবে?

উত্তর : শরীর ভেজা অবস্থায় স্মরণ হ’লে শুকনো স্থান ভেজা হাত দ্বারা মাসাহ করবে। আর পরে মনে হ’লে কিছুই করতে হবে না। কারণ এটি শয়তানের ওয়াসওয়াসা হ’তে পারে (ইবনু রজব, আল-কাওয়ায়েদ ৩৪০ পৃ.; ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ২/৫০)।

– মাসিক আত তাহরীক, ফেব্রুয়ারী ২০২২
 
প্রশ্ন : ফরয গোসল করে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গোসলের বিষয়ে সন্দেহ হ’লে অর্থাৎ শরীরের কিছু জায়গায় পানি পৌঁছেছে কি-না এই বিষয়ে সন্দেহ হ’লে কি শুধু ঐ অংশটি ধুতে হবে নাকি পুনরায় গোসল করতে হবে?

উত্তর : শরীর ভেজা অবস্থায় স্মরণ হ’লে শুকনো স্থান ভেজা হাত দ্বারা মাসাহ করবে। আর পরে মনে হ’লে কিছুই করতে হবে না। কারণ এটি শয়তানের ওয়াসওয়াসা হ’তে পারে (ইবনু রজব, আল-কাওয়ায়েদ ৩৪০ পৃ.; ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়াল কুবরা ২/৫০)।

– মাসিক আত তাহরীক, ফেব্রুয়ারী ২০২২
মাশাআল্লাহ! অনেক উপকৃত হইলাম।
 
Similar threads Most view View more
Back
Top