ফজরের নামাজের উপযুক্ত সময় হলো সূর্যোদয়ের পূর্বের সময়। সূর্যোদয়ের সময় দেশে ও সিটি বা স্থানের অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তন করে। এতে দিনের মধ্যেই ফজরের নামাজের সময় পূর্ণ হয়।
মুসলিম ধর্মে ফজরের নামাজ খোদিদগান, শুরু করার সময় হলো সূর্যোদয়ের ২০ মিনিট পরের সময়। কোনো নির্দিষ্ট সময়ে আরও সূর্যোদয়ের পূর্বে বিধান নেই, তবে ফজরের নামাজ পড়া উচিত হলে সূর্য আকাশের বাড়ছে এমন সময়ে পড়তে হবে।
সূর্যোদয়ের সময় দেশ দেশে ও এক সিটি থেকে অন্য সিটি এর মধ্যেও পরিবর্তন হতে পারে কারণ এটি সূর্যোদয়ের ক্ষেত্রে ধারাবাহিক। তাই জাতীয় সময় বা সূর্য সময় তালিকা (Sunrise and Sunset Times table) ব্যবহার করে ইন্টারনেটে বা ইউনিভার্সিটির আইএমএম এডমিন অফিসে চেক করা যাবে।
আরও জানার জন্যে, আপনি কোথাও জাকাত ভিত্তিক তাকবীর এবং ইসলামিক শিওরে অর্থ বিনিময়ে জানতে পারেন।