সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর প্রশ্ন: সাদা চুল উপড়ে ফেলা বা তুলে ফেলা যাবে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,135
Comments
4,353
Solutions
1
Reactions
37,583
Credits
24,212
আপনার জিজ্ঞাসা ইসলামিক জিজ্ঞাসা ও জবাব ইসলামিক প্রশ্নোত্তর

উত্তরঃ আমর বিন শুআইব থেকে বর্ণিত। তিনি তাঁর পিতা থেকে তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমরা বার্ধক্যের পাকা চুল উঠাবে না। কোন মুসলিমের যদি ইসলামে বা আল্লাহর পথে একটি চুলে পাক ধরে, তবে কিয়ামত দিবসে তা তার জন্যে নূর বা আলো হবে। অন্য বর্ণনায় আছেঃ তার জন্যে একটি নেকী লিখা হবে এবং তা দ্বারা একটি গুনাহ মোচন হবে।” (হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ও তিরমিযী) তিরমিযী বলেন, হাদীছটি হাসান। তবে তার বর্ণনায় আছেঃ (হাসান) “নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাকা চুল উঠাতে নিষেধ করেছেন এবং বলেছেন, উহা মুসলিমের জন্যে নূর বা আলো।” (হাদীছটি আরো বর্ণনা করেছেন নাসাঈ ও ইবনে মাজাহ) দ্র: সহীহ তারগীব ও তারহীব, হা/২০৯১ চুল বা দাঁড়ি পাক ধরলে(সাদা হয়ে গেলে) করনীয় কি? - রাসূল (ছাঃ)বলেছেন,‘তোমরা সাদা চুলকে পরিবর্তন কর, তবে কালো রং থেকে বিরত থাক’ (মুসলিম-২১০২) - আবু উমামা (রাঃ) হতে বর্ণিত, রাসুল (সাঃ) কিছু আনসার সাহাবাদের উদ্দেশে বলেন, সাদা দাঁড়ি চুল গুলো লাল অথবা হলুদ রং দ্বারা পরিবর্তন কর এবং আহলে কিতাবদের বিরোধিতা কর। (আহমাদ হা/২২৩৩৭;সিলসিল ছহীহাহ হা/১২৪৫)। এসকল হাদীসে বোঝা যায় যে, চুল বা দাঁড়িতে কালো রং করা যাবে না। তবে অন্য যে কোন রং করা যাবে।অর্থাৎ কালো বাদে অন্য যে কোন রঙ করা যাবে এবং সেটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য কেননা নারীদেরও কারো কারো চুল সাদা হয়
 
Top