‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন: যে ঘরে কুরআন আছে, সে ঘরে সম্পূর্ণ নগ্ন হয়ে কাপড় পরিবর্তন করা যাবে কী?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,140
Comments
4,353
Solutions
1
Reactions
37,539
Credits
24,212
উত্তর : বিনা প্রয়োজনে উলঙ্গ হওয়া নিষেধ। এমনকি একাকী অবস্থায়ও তা নিষিদ্ধ। তবে যে সকল কার্যাবলির ক্ষেত্রে উলঙ্গ হওয়া সঙ্গত (যেমন স্ত্রী সহবাস) সেক্ষেত্রে বৈধ। বাহয ইবনু হাকীম (রাযিয়াল্লাহু আনহু) তাঁর পিতার সূত্রে তাঁর দাদা হতে বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তুমি তোমার স্ত্রী ও দাসী ব্যতীত অন্যের সামনে নগ্ন হয়ো না। আমি বললাম, হে আলাহ্র রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! কোন লোক একা থাকলেও কি নগ্ন হতে পারে না? রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, فَاللهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيى مِنْهُ ‘আল্লাহ্কে অধিক লজ্জা করা উচিত’ (আবূ দাউদ, হা/৪০১৭; তিরমিযী, হা/২৭৬৯; ইবনু মাজাহ, হা/১৯০২; সনদ হাসান)। অতএব আবশ্যকীয় প্রয়োজন ছাড়া ঘরে সম্পূর্ণ উলঙ্গ হয়ে কাপড় পরিবর্তন করা ঠিক নয়। ঘরে কুরআন থাক বা না থাক। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 

Share this page