‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন : মুসলিমরা আল্লাহ মানে এবং রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অনুসরণ করে। ইয়াহুদীরা কাকে মানে?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,139
Comments
4,353
Solutions
1
Reactions
34,872
Credits
24,212
উত্তর : ইয়াহুদীদের মা‘বূদ বা উপাস্যকে ‘ইয়াহুহ’ (يهوه) বলা হয়। তারা আল্লাহ তা‘আলাকে অস্বীকার করে। এছাড়া তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি (সূরা আল-আন‘আম : ৯১)। যেমন আল্লাহ তা‘আলা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাদের কথা শুনেছেন, যারা বলেছে, ‘নিশ্চয় আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী’ (সূরা আলে ‘ইমরান : ১৮১)। তিনি আরো বলেন, ‘আর ইয়াহুদীরা বলে, আল্লাহর হাত রুদ্ধ’ (সূরা আল-মায়িদাহ : ৬৪)। অন্যত্র তিনি বলেন, ‘আর ইয়াহুদীরা বলে, ‘উযাইর আল্লাহর পুত্র’ (সূরা আত-তওবাহ : ৩০)। মূলত ইয়াহুদীরা মুখে মূসা (আলাইহিস সালাম)-এর আনুগত্য করলেও কর্মে কিন্তু তাঁর বিরোধিতা করে। তারা সমস্ত নবীকে গালাগালি করে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অস্বীকার করে (সূরা আল-আন‘আম : ২০)। তাদের সমস্ত কার্যাদি ইসলাম বিরোধী। সেজন্য আল্লাহ তা‘আলা এদেরকে অভিসম্পাত করেছেন (সূরা আল-মায়িদাহ : ৭৮; দ্র. : ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৯০৫)। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 

Share this page