‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন : বিভিন্ন এলাকায় ফিতরা ও কুরবানীর অর্থ থেকে ইমাম-মুওয়াযযিনের বেতন দেয়া হয়। এটা কি সঠিক?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,136
Comments
4,353
Solutions
1
Reactions
38,780
Credits
24,212
উত্তর : যাকাত, ফিতরা, ওশর বা কুরবানীর চামড়ার অর্থ দ্বারা মসজিদের ইমাম ও মুওয়াযযিনের বেতন দেয়া যাবে না। কারণ এ মালে নির্দিষ্ট ব্যক্তির হক আছে (সূরা আত-তওবাহ : ৬০)। ইমাম ও মুওয়াযযিন তাদের অন্তর্ভুক্ত নন। অবশ্য তারা যদি ঐ ৮ প্রকারের অন্তর্ভুক্ত হন তাহলে পাবেন। আল্লাহ বলেন, وَ مَنۡ کَانَ غَنِیًّا فَلۡیَسۡتَعۡفِفۡ وَ مَنۡ کَانَ فَقِیۡرًا فَلۡیَاۡکُلۡ بِالۡمَعۡرُوۡفِ ‘যে ব্যক্তি মুখাপেক্ষীহীন, সে যেন বিরত থাকে এবং যে ব্যক্তি মুখাপেক্ষী সে যেন ন্যায়নিষ্ঠভাবে ভক্ষণ করে’ (সূরা আন-নিসা : ৬)। তাই সমাজের লোকজনই ইমাম ও মুওয়াযযিনের সম্মানজনক বেতনের ব্যবস্থা করবে (ছহীহ বুখারী, হা/২০৭০; আবূ দাঊদ, হা/২৯৪৩, সনদ ছহীহ; মিশকাত, হা/৩৭৪৮ ‘দায়িত্বশীলদের ভাতা’ অধ্যায়)। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 

Share this page