সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
FORUM BOT

প্রশ্নোত্তর প্রশ্ন : ফজরের ছালাতের আযানের পর মসজিদ সংলগ্ন ঘুমন্ত মুছল্লীদের জামা‘আতে আসার জন্য ডাকা যাবে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,143
Comments
4,353
Solutions
1
Reactions
34,836
Credits
24,212
উত্তর : আযানের পর সরবে ডাকাডাকি করা যাবে না। একে ইবনু ওমর (রাঃ) বিদ‘আত বলেছেন (আবুদাউদ হা/৫৩৮; ইরওয়া হা/২৩৬, সনদ হাসান)। তবে ব্যক্তিগতভাবে একে অপরকে ডেকে দেওয়ায় কোন বাধা নেই। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তুমি তোমার পরিবারকে ছালাতের আদেশ দাও এবং তুমি এর উপর অবিচল থাক’ (ত্বাহা ২০/১৩২)। রাসূল (ছাঃ) ফাতেমা ও আলী (রাঃ) কে তাহাজ্জুদের ছালাতের জন্য ডেকে দিয়েছেন (নাসাঈ হা/১৬১২, সনদ ছহীহ)। এছাড়া তিনি প্রত্যহ ফজরের পূর্বে আয়েশা (রাঃ)-কে ডেকে দিতেন বিতর ছালাত আদায়ের জন্য (বুখারী হা/৯৯৭)। ইবনু হাজার (রহঃ) বলেন, এ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, ছালাত পাওয়ার জন্য ঘুমন্ত ব্যক্তিকে ডেকে দেওয়া মুস্তাহাব। এটা শুধু ফরয ছালাত বা ওয়াক্ত ফউত হয়ে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নয়। বরং এটা জামা‘আত পাওয়া এবং প্রথম ওয়াক্তে ছালাত আদায় ও অন্যান্য মানদূব কাজ সমূহ করার জন্যও শরী‘আতসম্মত। ইমাম কুরতুবী (রহঃ) বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে এটা ওয়াজিব সমূহের মধ্যে একটি ওয়াজিব। কেননা ঘুমন্ত ব্যক্তি যদিও মুকাল্লাফ নয়, কিন্তু সে গাফেল-এর ন্যায়। আর গাফেল ব্যক্তিকে সতর্ক করা ওয়াজিব (ফাৎহুলবারী, ঐ হাদীছের ব্যাখ্যা দ্রঃ)। সূত্র: মাসিক আত-তাহরীক।
 
Top