উত্তর : যে কোন কষ্টদায়ক প্রাণী বা কীটপতঙ্গ হত্যা করা বৈধ। তবে কষ্টদায়ক না হলে পিঁপড়া হত্যা করা যাবে না। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত,
إِنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ النَّمْلَةُ وَالنَّحْلَةُ وَالْهُدْهُدُ وَالصُّرَدُ. ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চার প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন, পিঁপড়া, মধুমক্ষিকা, হুদহুদ পাখি এবং চড়ুই সদৃশ বাজ পাখি’ (আবূ দাঊদ, হা/৫২৬৭; মিশকাত, হা/৪২৪৫, সনদ ছহীহ)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।