সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর প্রশ্ন: নৌকা, লঞ্চ, পানি জাহাজে উঠার সময় بِسْمِ اللَّهِ مَجْراهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ আয়াতটি পড়ার প্রচলন রয়েছে। এর পক্ষে

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,139
Comments
4,353
Solutions
1
Reactions
37,526
Credits
24,212
উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি জাল (মুসনাদে আবী ইয়ালাহ, ১২তম খণ্ড, পৃ. ১৫২)। এর সনদে ইয়াহইয়া ইবনু আলা আর-রাযী এবং মারওয়ান ইবনু সালেম নামে দুইজন মিথ্যুক রাবী আছে, যারা হাদীছ জাল করত (সিলসিলাহ যঈফাহ হা/২৯৩২)।
রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জলে ও স্থলে উভয় স্থানে নিম্নের দু‘আ পড়তেন (ছহীহ ইবনে হিব্বান হা/২৬৯৭, সনদ হাসান; ফাতাওয়া শায়খ বিন বায ২৬/১৯৮ পৃঃ)। سُبۡحٰنَ الَّذِیۡ سَخَّرَ لَنَا ہٰذَا وَ مَا کُنَّا لَہٗ مُقۡرِنِیۡنَ . وَ اِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنۡقَلِبُوۡنَ ‘পবিত্র-মহান সেই সত্তা যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আর আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী’ (সূরা যুখরুফ : ১২-১৪)। এরপর হাদীছে বর্ণিত দু‘আ পড়তেন (মুসলিম হা/১৩৪২)। অতএব বাস, ট্রাক, ট্রেন, বিমান, নৌকা, লঞ্চ, পানি জাহাজসহ যেকোন বাহনে ভ্রমণের সময় ছহীহ হাদীছে বর্ণিত দু‘আ পাঠ করতে হবে।
সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Top