‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন : ছাদাক্বা বয়স বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যু প্রতিরোধ করে -মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা সম্পর্কে জানতে চাই।

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,138
Comments
4,353
Solutions
1
Reactions
37,583
Credits
24,212
উত্তর : হাদীছটি ‘খুবই যঈফ’ (যঈফুল জামে‘ হা/৩৪৭১)। তবে কাছাকাছি অর্থের বেশ কিছু ছহীহ হাদীছ রয়েছে। যেমন রাসূল (ছাঃ) বলেন, ‘গোপন ছাদাক্বা রবের ক্রোধকে মিটিয়ে দেয়’ (ছহীহাহ হা/১৯০৮)। তিনি বলেন, ‘নিশ্চয় ছাদাক্বা কবরের উত্তাপ নিভিয়ে দেয় এবং ক্বিয়ামতের দিন মুমিন তার ছাদাক্বার ছায়াতলে আশ্রয় পাবে’ (তাবারাণী কাবীর হা/৭৮৮; ছহীহাহ হা/৩৪৮৪)। তিনি আরও বলেন, ‘ছাদাক্বা গুনাহসমূহ মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় (তিরমিযী হা/৬১৪; ইবনু মাজাহ হা/৩৯৭৩; মিশকাত হা/২৯)। এছাড়া উক্ত হাদীছে বয়স বৃদ্ধি করার অর্থ হ’ল জীবন ও জীবিকায় বরকত দান করা। অর্থাৎ নির্ধারিত বয়সে সুস্থ থাকা, অধিক সৎকর্ম করতে পারা ও প্রশান্তির সাথে জীবন পরিচালনায় সক্ষম হওয়া (নববী, শরহ মুসলিম ১৬/১১৪ হা/২৫৫৭-এর আলোচনা দ্রষ্টব্য)। অতএব সামগ্রিকভাবে প্রশ্নে উল্লেখিত যঈফ হাদীছটির মর্ম সঠিক।
সূত্র: মাসিক আত-তাহরীক।
 

Share this page