‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন : ক্যান্সার, ডায়বেটিস ইত্যাদি দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে কোন রোগী মারা গেলে তিনি শহীদের মর্যাদা পাবেন কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,134
Comments
4,353
Solutions
1
Reactions
34,836
Credits
24,212
উত্তর : ক্যান্সারের মত দুরারোগ্য ব্যাধি অতি কষ্টদায়ক হওয়ায় এসব রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদেরকে শহীদ হিসাবে গণ্য করেছেন কোন কোন বিদ্বান। তারা পেটের রোগের উপর ভিত্তি করে এদেরকে শহীদ হিসাবে গণ্য করেছেন। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, সেও শহীদ (আবুদাঊদ হা/৩১১১ প্রভৃতি; মিশকাত হা/১৫৬১)। তিনি আরো বলেন, সে ব্যক্তি কবরের ফিৎনা থেকে রক্ষা পাবে যার পেট তাকে হত্যা করেছে (তিরমিযী হা/১০৬৪; মিশকাত হা/১৫৭৩; ছহীহুত তারগীব হা/১৪১০)। উক্ত হাদীছগুলির ভিত্তিতে তারা ইজতিহাদ করে বলেছেন যে, উপরোক্ত কঠিন রোগ সমূহে মারা গেলেও শহীদের মর্যাদা পাবে (ফাৎহুল বারী ৬/৬৬; নববী, শারহু মুসলিম ১৩/৬৩; শানক্বীতী, যাদুল মুস্তাকনে‘ ১২/২৩৪)। তবে এই ব্যাপারে কোন বিশেষ হাদীছ বর্ণিত হয়নি। আল্লাহই সর্বাধিক অবগত।
সূত্র: মাসিক আত-তাহরীক।
 

Share this page