‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

কবর ও কিয়ামত প্রশ্ন : ক্বিয়ামতের দিন সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করানো হবে?

Mahmud ibn Shahidullah

Knowledge Sharer

ilm Seeker
Q&A Master
Salafi User
Threads
520
Comments
533
Reactions
5,445
Credits
2,602
উত্তর : ক্বিয়ামতের দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সহ সকল মানুষকে বস্ত্রহীন অবস্থায় উঠানো হবে। তবে ইবরাহীম (আলাইহিস সালাম)-কে প্রথম কাপড় পরিধান করানো হবে। নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

إِنَّكُمْ مَحْشُوْرُوْنَ حُفَاةً عُرَاةً غُرْلًا ثُمَّ قَرَأَ (کَمَا بَدَاۡنَاۤ اَوَّلَ خَلۡقٍ نُّعِیۡدُہٗ ؕ وَعۡدًا عَلَیۡنَا ؕ اِنَّا کُنَّا فٰعِلِیۡنَ) وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيْمُ​

‘নিশ্চয় ক্বিয়ামতের দিন তোমাদেরকে খালি পায়ে, উলঙ্গ ও খাতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। অতঃপর তিনি এ আয়াতটি পাঠ করলেন, ‘আমি তোমাদেরকে পুনরায় আমার কাছে ফিরে আনব যেমন প্রথমবার সৃষ্টি করেছিলাম, ইহা আমার প্রতিশ্রুতি, যা আমি অবশ্যই পূরণ করব’ (সূরা আল-আম্বিয়া : ১০৪)।

ক্বিয়ামতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পড়ানো হবে তিনি হলেন ইবরাহীম (আলাইহিস সালাম) (সহীহ বুখারী, হা/৩৩৪৯; সহীহ মুসলিম, হা/২৮৬০; মিশকাত, হা/৫৫৩৫)।

অতঃপর মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে কাপড় পরিধান করানো হবে (মুসনাদে আবী ইয়ালা, হা/৫৬৬; বায়হাক্বী, আল-আসমা ওয়াছ ছিফাত, হা/৮৩৯-৮৪০; সনদ সহীহ, বিস্তারিত দ্র : আলবানী, তাহক্বীক্ব : মুখতাছারুল উলূ, পৃ. ৫৮; ইবনু হাজার, ফাৎহুল বারী, ১৫তম খণ্ড, পৃ. ২৪২)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:

Share this page