Doing Automated Jobs
আপনার জিজ্ঞাসা ইসলামিক জিজ্ঞাসা ও জবাব ইসলামিক প্রশ্নোত্তর উত্তর : মহান আল্লাহর নিকট একটি আমলের ওসীলায় বিভিন্ন প্রয়োজনে বারবার দুয়া করা জায়েয রয়েছে। নিশ্চয় আল্লাহ সুমহান দয়ালু ও দাতা। উল্লেখ্য যে, ওসীলা অর্থ মাধ্যম। অর্থাৎ দুয়া কবুল ও আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম। ★ বৈধ ওসীলা তিনটি: ১) আল্লাহ নাম ও গুণাবলীর ওসীলায় আল্লাহর নিকট দুয়া করা। → যেমন বলা যায় যে, হে আল্লাহ, আপনার রহমান নামের গুণে বা গাফ্ফার।নামের ওসীলায় আমার দু‘আ কবুল করুন।
মহান আল্লাহ বলেন :
ﻭَﻟِﻠَّﻪِ ﺍﻟْﺄَﺳْﻤَﺎﺀُ ﺍﻟْﺤُﺴْﻨَﻰ ﻓَﺎﺩْﻋُﻮﻩُ ﺑِﻬَﺎ “আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের ওসীলায় (মাধ্যমে) তোমরা তাঁকে ডাক।" (সূরা।আরাফঃ ১৮০)।২) নিজের কোনো ভাল কর্মের ওসীলা দিয়ে আল্লাহর কাছে দু‘আ করা। → এভাবে বলা,।হে আল্লাহ, তুমি আমার সালাত, সিয়াম, পিতা-মাতার সাথে সদাচারণ, আল্লাহর প্রতি ঈমান, ভালবাসা ইত্যাদি যে কোন নেক কাজের ওসীলায় আমার দুয়া কবুল কর। এ ক্ষেত্রে সহীহ আল-বুখারীর হাদীসে আছে, ৩ জন যুবক গুহায়।আটকা পড়লে তারা প্রত্যেকে নিজের নেক আমলের উসীলা দিয়ে আল্লাহর।কাছে দুয়া করেছিলো, এবং এর মাধ্যমে তারা বিপদ থেকে উদ্ধার পেয়েছিলো। ৩) কোন জীবিত সৎ লোকের দু‘আর ওসীলা দিয়ে দুয়া করা কারো দু‘আর ওসীলা দেওয়ার অর্থ এ কথা বলা যে, হে আল্লাহ, অমুক আমার জন্য দু‘আ করেছেন, আপনি আমার বিষয়ে তাঁর দু‘আ কবুল করে আমার হাজত।পূরণ করে দিন। নেককার মুত্তাকী মুমিনদের নিকট দু‘আ চাওয়া সুন্নাত সম্মত রীতি এবং হাদীস দ্বারা প্রমাণীত।
মহান আল্লাহ বলেন :
ﻭَﻟِﻠَّﻪِ ﺍﻟْﺄَﺳْﻤَﺎﺀُ ﺍﻟْﺤُﺴْﻨَﻰ ﻓَﺎﺩْﻋُﻮﻩُ ﺑِﻬَﺎ “আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নামের ওসীলায় (মাধ্যমে) তোমরা তাঁকে ডাক।" (সূরা।আরাফঃ ১৮০)।২) নিজের কোনো ভাল কর্মের ওসীলা দিয়ে আল্লাহর কাছে দু‘আ করা। → এভাবে বলা,।হে আল্লাহ, তুমি আমার সালাত, সিয়াম, পিতা-মাতার সাথে সদাচারণ, আল্লাহর প্রতি ঈমান, ভালবাসা ইত্যাদি যে কোন নেক কাজের ওসীলায় আমার দুয়া কবুল কর। এ ক্ষেত্রে সহীহ আল-বুখারীর হাদীসে আছে, ৩ জন যুবক গুহায়।আটকা পড়লে তারা প্রত্যেকে নিজের নেক আমলের উসীলা দিয়ে আল্লাহর।কাছে দুয়া করেছিলো, এবং এর মাধ্যমে তারা বিপদ থেকে উদ্ধার পেয়েছিলো। ৩) কোন জীবিত সৎ লোকের দু‘আর ওসীলা দিয়ে দুয়া করা কারো দু‘আর ওসীলা দেওয়ার অর্থ এ কথা বলা যে, হে আল্লাহ, অমুক আমার জন্য দু‘আ করেছেন, আপনি আমার বিষয়ে তাঁর দু‘আ কবুল করে আমার হাজত।পূরণ করে দিন। নেককার মুত্তাকী মুমিনদের নিকট দু‘আ চাওয়া সুন্নাত সম্মত রীতি এবং হাদীস দ্বারা প্রমাণীত।