‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন : একজন পুরুষ চারটি বিয়ে করতে পারবে। প্রশ্ন হল চারটি বিয়ে করার পর এদের মধ্যে একজন মারা গেলে বা ত্বালাক্ব হলে আবারও বিয়ে করা যাবে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,134
Comments
4,353
Solutions
1
Reactions
34,836
Credits
24,212
উত্তর : যাবে। চারটি বিয়ে বলতে একই সময় ৪ জন স্ত্রী রাখার কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, গাইলান ইবনু সালামাহ আছ-ছাক্বাফী যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার নিকট জাহেলী যুগের ১০জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এখান থেকে তুমি যেকোন ৪জন স্ত্রী পসন্দ করে নাও (তিরমিযী, হা/১১২৮, সনদ ছহীহ)। ৪জন স্ত্রীর কোন একজন মারা গেলে স্বামী তৎক্ষণাত বিয়ে করতে পারবে, যা তার জন্য ৫ম বিয়ে হবে। আর ত্বালাক্ব হয়ে গেলে অপেক্ষা করতে হবে পুরোপুরি ৩ ত্বালাক্ব শেষ হওয়া পর্যন্ত অথবা ইদ্দত পূর্ণ হওয়া পর্যন্ত (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১ম খ-, পৃ. ২৭৮; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ২য় খণ্ড, পৃ. ৬৪১; ইবনু তায়মিয়াহ, মাজমূঊল ফাতাওয়া, ৪র্থ খণ্ড, পৃ. ১৫৪; ফাতাওয়া ইসলামিয়া, ১ম খণ্ড, পৃ. ৭৭৪, ফৎওয়া নং-১২২৯৮)। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 

Share this page