সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর প্রশ্ন: ইক্বামতের সময় মুয়াজ্জিন যখন ‘হাইয়্যা আলাছ ছালাহ’ বলবে তখন মুক্তাদী কী বলবে?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,139
Comments
4,353
Solutions
1
Reactions
37,526
Credits
24,212
উত্তর : এ সময় মুক্তাদী ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা’ বলবে। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি মুওয়াযযিনের সাথে সাথে আযানের বাক্যগুলো অন্তর থেকে পাঠ করে এবং ‘হাইয়া ‘আলাছ ছালাহ’ ও ‘হাইয়া ‘আলাল ফালাহ’ এর জবাবে ‘লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ’ বলে, তাহলে সে জান্নাতে যাবে’ (ছহীহ মুসলিম হা/৩৮৫; আবুদাঊদ হা/৫২৭)। অন্য হাদীছে এসেছে, ‘যখন তোমরা আযান শুনবে, তখন মুওয়াযযিন যা বলে তদ্রুপ বল’ (ছহীহ মুসলিম, হা/৩৮৪; আবূ দাঊদ, হা/৫২৩; তিরমিযী, হা/৩৬১৪)। তাই মুওয়াযযিন যা বলবে, শ্রবণকারীও তাই বলবে। আর ইক্বামতের জবাবও একইভাবে দিবে (ছহীহ বুখারী, হা/৬১১; মুগনী, ১ম খণ্ড, পৃ. ৪৭৪)। কেননা আযান ও ইক্বামত দু’টিকেই হাদীছে ‘আযান’ বলা হয়েছে (ছহীহ বুখারী, হা/৬২৭; ছহীহ মুসলিম, হা/৮৩৮; ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৮৯)।
উল্লেখ্য, ‘ক্বদ ক্বামাতিছ ছালাহ’ বললে ‘আক্বামাহাল্লাহু ওয়া আদামাহা’ বলা যাবে না। কারণ এমর্মে বর্ণিত হাদীছটি যঈফ (আবূ দাঊদ, হা/৫২৮)। তাই জবাবে ‘ক্বদ ক্বামাতিছ ছালাহ’-ই বলতে হবে (ছহীহ মুসলিম, হা/৩৮৪)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Top