সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
FORUM BOT

প্রশ্নোত্তর প্রশ্ন : আল্লাহকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,139
Comments
4,353
Solutions
1
Reactions
34,878
Credits
24,212
উত্তর : ‘খোদা’ ফারসী শব্দ। যার অর্থ স্বয়ম্ভু অর্থাৎ যিনি নিজেই সৃষ্ট। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহিসসালাম ) আল্লাহ তা‘আলার ৯৯টি নামের কথা উল্লেখ করেছেন (ইবনু মাজাহ, হা/৩৮৬১, সনদ ছহীহ)। কিন্তু সেগুলোর মধ্যে এ ধরনের কোন অর্থ নেই। মূলত এটা প্রাচীন পারসিকদের আক্বীদা। যাদের দু’জন খোদা ছিল। একজন মঙ্গলের, অপরজন অমঙ্গলের। খ্রিস্টানদের ত্রিত্ববাদ এবং হিন্দুদের বহুত্ববাদের সাথে সম্পৃক্ত। অথচ এসব সকল বিশ্বাই তাওহীদের বিপরীত।
আল্লাহ তা‘আলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ তা‘আলা বলেন, وَ لِلّٰہِ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی فَادۡعُوۡہُ بِہَا ‘আল্লাহ‌র অনেক সুন্দরতম নাম আছে। সুতরাং তোমরা সে সব নামেই তাঁকে ডাক’ (সুরা আল-আ‘রাফ : ১৮০)। সুতরাং কুরআন ও হাদীছে বর্ণিত নামসমূহ দ্বারাই আল্লাহকে আহ্বান করা উত্তম ও উৎকৃষ্টতর। সেগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إِنَّ لِلهِ تِسْعَةً وَتِسْعِيْنَ اِسْمَا مِائَةً إِلَّا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ ‘আল্লাহর এমন নিরানব্বইটি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে’ (ছহীহ বুখারী, হা/২৭৩৬, ৭৩৯২; ছহীহ মুসলিম, হা/২৬৭৭; মিশকাত, হা/২২৮৭)।
সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Top