সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
FORUM BOT

প্রশ্নোত্তর প্রশ্ন : আযানের পূর্বে ‘বিসমিল্লাহ’ বলা, কুরআনের আয়াত পড়া, ইসলামী গযল বলা, বিভিন্ন দু‘আ পড়া, মানুষকে ডাকাডাকি করা, ফজরের আযানের পূর্বে ‘আছ-ছালাতু খায়র

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,143
Comments
4,353
Solutions
1
Reactions
34,836
Credits
24,212
উত্তর : আযানের পূর্বে উপরিউক্ত কাজগুলো করা সম্পূর্ণ শরী‘আত বিরোধী। অনুরূপ রামাযান মাসে সাহারীর সময় আযান না দিয়ে সাইরেন বাজানো, ডাকাডাকি করা, ঢাক পেটানো, দলধরে চিৎকার করা ইত্যাদি জাহেলী রীতি (ছহীহ বুখারী হা/১৯১৯, (ইফাবা হা/১৭৯৭, ৩/২৪৯ পৃ.); ছহীহ মুসলিম হা/১০৯২; মিশকাত হা/৬৮০; ফাৎহুল বারী হা/৬২১-এর আলোচনা দ্র.)। বরং সুন্নাত অনুযায়ী সাহারীর জন্য আযান দিতে হবে (ছহীহ বুখারী, হা/১৯১৯; ছহীহ মুসলিম, হা/১০৯২; মিশকাত হা/৬৮০)। আযান দেয়ার পূর্বে কোনকিছু বলা বা দু‘আ পড়ার কোন প্রমাণ পাওয়া যায় না। আযানের পর মাইকে উচ্চকণ্ঠে দু‘আ পড়াও ঠিক নয় (ছহীহ বুখারী, হা/২৯৯২, (ইফাবা হা/২৭৮৪, ৫/২২২ পৃ.); ছহীহ মুসলিম, হা/২৭০৪; মিশকাত হা/২৩০৩; বঙ্গানুবাদ মিশকাত হা/২১৯৫, ৫/৮৭ পৃ.)। অনুরূপ আযানের পর মসজিদে আসার জন্য পুনরায় ডাকা যাবে না। যেমন বহু মসজিদে চালু আছে। এটা স্পষ্ট বিদ‘আত (আবু দাঊদ হা/৫৩৮, ১/৭৯ পৃ., সনদ হাসান)।

সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Top