সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
FORUM BOT

প্রশ্নোত্তর প্রশ্ন: আমি ছালাতের পদ্ধতি ও নিয়ম জানি না। আমি যদি জামা‘আতে ছালাত আদায় করি, তাহলে কি আমার ছালাত হবে?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,137
Comments
4,353
Solutions
1
Reactions
34,841
Credits
24,212
উত্তর : ছালাত হবে না। ছালাতের শিক্ষা নিয়ে তা আদায় করতে হবে (সূরা আন-নাহল : ৪৩)। জনৈক ছাহাবী রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপস্থিতিতে তিনবার ছালাত আদায় করেন। কিন্তু তিনি তিনবারই তাকে বলেন, তুমি ফিরে যাও এবং ছালাত আদায় কর, তুমি ছালাত আদায় করোনি (ছহীহ বুখারী, হা/৭৫৭; ছহীহ মুসলিম, হা/৩৯৭; মিশকাত, হা/৭৯০)। ঐ ব্যক্তি তিন তিনবার অতি সাবধানে ছালাত আদায় করেও পদ্ধতি মোতাবেক না হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি। অন্য হাদীছে এসেছে, হুযায়ফাহ (রাযিয়াল্লাহু আনহু) জনৈক ব্যক্তিকে ছালাতে রুকূ-সিজদা পূর্ণভাবে আদায় করতে না দেখে ছালাত শেষে তাকে বললেন, তুমি ছালাত আদায় করনি। যদি তুমি এই অবস্থায় মারা যাও, তাহলে মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে যে ফিৎরাতের উপর আল্লাহ সৃষ্টি করেছেন, ঐ ফিৎরাতের বাইরে মারা যাবে (ছহীহ বুখারী, হা/৭৯১, ১/১০৯ পৃ., (ইফাবা হা/৭৫৫); মিশকাত, হা/৮৮৪, পৃ. ৮৩; বঙ্গানুবাদ মিশকাত হা/৮২৪, ২/২৯৫ পৃ.)। এমনকি ভুলভাবে ৪০ বছর তথা সারা জীবন ছালাত আদায় করে, তাহলে তা কবুল করা হবে না (নাসাঈ, হা/১৩১২, ১/১৪৭ পৃ., সনদ ছহীহ)। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 
Top