‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর প্রশ্ন : আমার বিয়ে হয়েছে প্রায় ৯ বছর। প্রথম সন্তান মেয়ে হয়ে মারা গেছে। এটা কি আমার জন্য কোন বিপদ? সন্তান লাভের কোন বিশেষ আমল আছে কি?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,134
Comments
4,353
Solutions
1
Reactions
34,836
Credits
24,212
উত্তর : মহান আল্লাহ যখন চাইবেন মানুষের সন্তান তখনই হবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা-সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল’ (সূরা আশ-শূরা : ৪৯-৫০)। আর সন্তান শিশু অবস্থায় মারা যাওয়া কল্যাণের লক্ষণ। কেউ সন্তুষ্ট থাকলে অতি বিলাপ না করে ধৈর্যধারণ করলে আল্লাহর নির্দেশে ফেরেশতারা তার জন্য জান্নাতের মাঝে প্রশংসার ঘর নির্মাণ করেন (তিরমিযী, হা/১০২১; মিশকাত, হা/১৭৩৬; সনদ হাসান, সিলসিলা ছহীহাহ, হা/১৪০৮)। সন্তান না হওয়া কখনোই কোন বিপদের আলামত নয়। প্রথমত উভয়ের শারীরিক কোন সমস্যা আছে কি না ডাক্তারের কাছে সে বিষয়ে আলাপ করে ধৈর্যের সাথে আল্লাহর কাছেই চাওয়া। সন্তান লাভের আমল বলতে নবী-রাসূলকে আল্লাহর শিখিয়ে দেয়া পদ্ধতিই সর্বোত্তম; তা হল- দু‘আ করা, একান্ত আল্লাহর কাছেই চাওয়া, বেশি বেশি ইস্তিগফার করা বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া (সূরা আন-নূহ : ১০-১৩)। সূত্র: মাসিক আল-ইখলাছ।
 

Share this page