উত্তর : আরাফার ছিয়াম পালন করতে হয় যেদিন হাজীগণ আরাফার মাঠে অবস্থান করেন। আর সেটা হয় যিলহজ্জ মাসের ৯ তারিখে। সুতরাং যেদিন যে দেশে ৯ যিলহজ্জ হবে সেদিন সে দেশে আরাফার ছিয়াম পালন করবে, সঊদীর সাথে মিল রেখে নয় (ফাতাওয়া ছালেহ আল-মুনাজ্জিদ, ফতওয়া নং ৪০৭২০; ইসলাম ওয়েব, ফতওয়া নং ২২৭৯৫৩)। কারণ ছিয়াম ও ঈদের বিধান চাঁদ দেখার সাথে সম্পর্কিত, স্থানের সাথে নয় (ছহীহ বুখারী, হা/১৯০৯; ছহীহ মুসলিম, হা/১০৮০; মিশকাত, হা/১৯৭০)। আর এটাই দলীলের সবচেয়ে বেশি নিকটবর্তী। তবে সঊদী আরবের আরাফার দিনে ছিয়াম রাখার পক্ষে শায়খ বিন বাযসহ কয়েকজন বিদ্বানের ফতওয়া আছে। বিধায় কেউ চাইলে সঊদী আরবের সাথে মিল রেখেও আরাফার ছিয়াম রাখতে পারে। -(ওয়াল্লাহু আ‘লাম)
সূত্র: মাসিক আল ইতিছাম, জুলাই ২০২১
সূত্র: মাসিক আল ইতিছাম, জুলাই ২০২১