অন্যান্য প্রকৃত সফলতা কোথায়?

Joined
Aug 24, 2025
Threads
4
Comments
4
Reactions
57
আমাদের এই দুনিয়াবি জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয়। জীবন চলার পথে এমন অনেক কিছুই আমাদের জীবনে আসে, যা আমাদের সাময়িকভাবে খুশি করে তোলে—হতে পারে মানুষ, বস্তু, স্বপ্ন কিংবা কোনো সাফল্য। কিন্তু তা আমাদের জীবনে চিরস্থায়ী হয় না, কেননা সেগুলোর মাঝে হয়তো প্রকৃত কল্যাণ ছিল না। তাই পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামীন আমাদের অজান্তেই তা আমাদের জীবন থেকে সরিয়ে দেন—শুধু আমাদের কল্যাণের জন্য।

অনেক বছর আগেও আমাদের জীবনে এমন কিছু বা কেউ ছিল, যাদের ছাড়া আমরা কল্পনা করতে পারতাম না। আজ তারা নেই। কেন নেই? এমনি এমনি চলে গেছে? না, আল্লাহ তা’আলা সরিয়ে নিয়েছেন—কারণ, তিনি জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর আর কোনটা নয়।

তবে আমরা যতই দুনিয়াবি জিনিসের দিকে ধাবিত হবো, ততই আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ, দুনিয়াপ্রীতি জাহান্নামের পথে টেনে নিয়ে যায়। পক্ষান্তরে, যখন আমরা আল্লাহর তাকদীর মেনে নিয়ে সবর করব, দুনিয়ার মোহ থেকে নিজেকে সরিয়ে রবের উপর ভরসা করব—তখনই দেখব আল্লাহ আমাদের জন্য আরও কল্যাণময় জীবন বানিয়ে দিচ্ছেন।

তাই আমাদের উচিত দুনিয়ার মোহে না জড়িয়ে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে—ইবাদত, তাওবা ও নেক আমলের মাধ্যমে জান্নাত অর্জনের চেষ্টা করা।

ক্লাসে ফার্স্ট হয়ে যাওয়া দিনশেষে ব্যর্থতা। বিশাল চাকরি দিনশেষে ব্যর্থতা। এগুলোর কোনো বাস্তবতা নেই।

আর কিয়ামতের মাঠে সফল হয়ে যাওয়া আসল সফলতা! মহা সফলতা!

তাই মানুষের উচিত কিয়ামতের মাঠে সফল হওয়ার চেষ্টা করা। কিয়ামতের মাঠে ফার্স্ট হওয়ার চেষ্টা করা। কিয়ামতের মাঠে জান্নাত পাওয়ার চেষ্টা করা।

কিয়ামতের ময়দানে সফল হওয়া — সেটাই হচ্ছে চূড়ান্ত ও চিরস্থায়ী সফলতা।
সেখানে যার ‘আমলনামা’ ডান হাতে দেওয়া হবে—সে-ই হবে চিরন্তন বিজয়ী।
আর যে জান্নাত লাভ করবে—সে-ই হবে প্রকৃত সফল মানুষ।

আল্লাহ তায়া'লা আল কুরআনে বলেন,
"যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, সেই-ই সফল। আর পার্থিব জীবন ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়।"

ওয়াল্লাহু আ‘লাম।
 
Similar content Most view View more
Back
Top