‘দুনিয়াতেই যদি মুমিন বান্দাকে তার পাপ-তাপ থেকে পরিচ্ছন্ন করে দেওয়া হয়, তবে সে ক্বিয়ামতের দিন পুলছিরাত অতিক্রমের সময় জাহান্নামের উত্তাপ অনুভব করবে না। কেননা পুলছিরাতের উপর পাপের পরিমাণ অনুযায়ী মানুষ আগুনের তাপ অনুভব করবে। ফলে দুনিয়াতে যাকে গুনাহ থেকে পাক-পবিত্র করা হবে, সে ক্ষিপ্র বিদ্যুৎ ও বাতাসের গতিতে পুলছিরাত পার হয়ে যাবে। সে আগুনের উত্তাপের কিছুই টের পাবে না এবং এর উষ্ণতাও অনুভব করবে না’।
– ইমাম ইবনু রজব হাম্বলী (রাহিমাহুল্লাহ); লাত্বায়েফুল মা‘আরেফ, পৃষ্ঠা: ৩২৫
– ইমাম ইবনু রজব হাম্বলী (রাহিমাহুল্লাহ); লাত্বায়েফুল মা‘আরেফ, পৃষ্ঠা: ৩২৫