সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতী, ইমাম ইবনু বায (রাহিমাহুল্লাহ) এ মর্মে ফতোয়া দিয়েছেন যে, পিতা যদি তার সন্তানের ‘আক্বীক্বাহ না করে থাকে, তাহলে সন্তান নিজেই নিজের ‘আক্বীক্বাহ করতে পারবে এবং তা মুস্তাহাব (পছন্দনীয় আমল) হবে।
[মাজমূ‘উ ফাতাওয়া, ২৬/২৬৬]
[মাজমূ‘উ ফাতাওয়া, ২৬/২৬৬]