ইবনে আব্বাস (রাদিআল্লাহু আনহু) বলেন :
‘পাঁচটি বস্তু আমার কাছে একপাল ঘোড়ার চেয়েও অধিক প্রিয়’
১. অনর্থক কথা বোলো না। এতে কোনো উপকার নেই। তা ছাড়া বেহুদা কথা গুনাহ থেকে বেঁচে থাকার অন্তরায়। উপকারী কথাও স্থান-কাল-পাত্র বিচার করে বলার চেষ্টা কোরো। এই বিষয়টি খেয়াল না করার কারণে অনেককেই বেকায়দায় পড়তে দেখা যায়।
২. পরম সহিষ্ণু কিংবা আকাট মূর্খদের সঙ্গে বিতর্কে জড়িয়ো না। কেননা, প্রথমজনের ধৈর্য তোমাকে হারিয়ে দেবে আর দ্বিতীয়জনের বোকামিতে তুমি কষ্ট পাবে।
৩. তোমার ভাইয়ের অবর্তমানে তার ব্যাপারে এমন কথা আলোচনা কোরো, যা তুমি তোমার ব্যাপারে আলোচিত হওয়া পছন্দ করো।
৪. যে বিষয়ে তুমি নিজে ক্ষমা পেতে পছন্দ করো, একই ব্যাপারে তুমি অন্য ভাইদের ক্ষমা করে দিয়ো।
৫. যে আচরণ তুমি নিজের জন্য পছন্দ করো, তা তোমার ভাইকে উপহার দিয়ো। বরং তার অসংলগ্ন ব্যবহারের জবাবেও তুমি সৌজন্যমূলক আচরণ কোরো।
– আল ইহইয়া : ১২২/৩
– সংযত জবাব সংহত জীবন, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন
‘পাঁচটি বস্তু আমার কাছে একপাল ঘোড়ার চেয়েও অধিক প্রিয়’
১. অনর্থক কথা বোলো না। এতে কোনো উপকার নেই। তা ছাড়া বেহুদা কথা গুনাহ থেকে বেঁচে থাকার অন্তরায়। উপকারী কথাও স্থান-কাল-পাত্র বিচার করে বলার চেষ্টা কোরো। এই বিষয়টি খেয়াল না করার কারণে অনেককেই বেকায়দায় পড়তে দেখা যায়।
২. পরম সহিষ্ণু কিংবা আকাট মূর্খদের সঙ্গে বিতর্কে জড়িয়ো না। কেননা, প্রথমজনের ধৈর্য তোমাকে হারিয়ে দেবে আর দ্বিতীয়জনের বোকামিতে তুমি কষ্ট পাবে।
৩. তোমার ভাইয়ের অবর্তমানে তার ব্যাপারে এমন কথা আলোচনা কোরো, যা তুমি তোমার ব্যাপারে আলোচিত হওয়া পছন্দ করো।
৪. যে বিষয়ে তুমি নিজে ক্ষমা পেতে পছন্দ করো, একই ব্যাপারে তুমি অন্য ভাইদের ক্ষমা করে দিয়ো।
৫. যে আচরণ তুমি নিজের জন্য পছন্দ করো, তা তোমার ভাইকে উপহার দিয়ো। বরং তার অসংলগ্ন ব্যবহারের জবাবেও তুমি সৌজন্যমূলক আচরণ কোরো।
– আল ইহইয়া : ১২২/৩
– সংযত জবাব সংহত জীবন, শাইখ আব্দুল মালিক আল কাসিম, রুহামা পাবলিকেশন