পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করা

  • Thread Author
আমর ইবনু মায়মুন আল আওদী (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে নাসীহাতস্বরূপ বললেন: পাঁচ জিনিসের পূর্বে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো। তা হল:

(১) যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে।
(২) সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে।
(৩) স্বচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্র্যতা আসার আগে।
(৪) অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে।
(৫) এবং জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে।

(সহীহুল জামি ১০৭৭, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৩৫৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৪৩১৯, শুআবুল ঈমান ১০২৪৮, আল মুসতাদরাক লিল হাকিম ৭৮৪৬, মিশকাত,৫১৭৪)।
 
Similar threads Most view View more
Back
Top