- Joined
- Nov 5, 2024
- Threads
- 28
- Comments
- 61
- Reactions
- 369
- Thread Author
- #1
আসসালামু আলাইকুম।
আজ ওয়ান মেসেজ ফাউন্ডেশনের শেইখ উসমান প্রকাশ্যে নোমান আলি খানের মিউজিক নিয়ে ভ্রান্ত ধারণা এবং গোংরামি খন্ডন করেন। নোমান আলি খানের পুর্বের বক্তব্য নিয়ে শেখ উসমান তাকে হোয়াটস্যাপ এ গোপনে নসিহত করার চেষ্টা করেন। কিন্তু সেখানে আরো ভালো দাই'দের উপস্থিতিতে যথাযথ প্রমাণ পেশ করার পরও নোমান আলি খান নিজের মতামতের উপর অটল থেকে গ্রুপ ত্যাগ করেন। শেখ উসমান এক বছর এই বিষয়ে তাকে রিসার্ছ করার সময় দেন যাতে অজ্ঞতা দূর হয়। সুবহানাল্লাহ, নিশ্চয়ই ইগো এবং প্রাইড আমাদেরকে ভুল পথে নিয়ে যায় এবং এর থেকে কেউ নিস্তার পাবে না যদি না তারা আল্লাহ'র উপর প্রকৃতভাবে আত্মসমর্পন করে এবং সাহায্য প্রার্থনা করে।
প্রথমত দেখা যায়, নোমান আলি খান সুরাহ লূকমানের ৬ নং আয়াতে মিউজিকের ব্যাপারে কথা বলা নিয়ে সন্দেহ পোষণ করে এবং পরে হাদিসের চেইন নিয়েও ভ্রান্ত মন্তব্য করে। ভিডিওতে শেখ উসমান তার সমস্ত কিছু দলিলের ভিত্তি করে সবাইকে সতর্ক করেন। নিশ্চয়ই এটা খুব দুঃখের যখন একজন প্রসিদ্ধ ব্যাক্তি হারামকে হালালের দিকে নিয়ে যেতে চান এবং হাদিস কুরআন এর দলিল গ্রহনে।বিস্তারিত পুরো ভিডিওতে দেখুন।
আল্লাহ আমাদের পথভ্রষ্ট হওয়া থেকে আশ্রয় দান করুন এবং বাতিল জ্ঞান এবং ব্যাক্তিদের ফলো করা থেকে দূরে রাখুন।
আজ ওয়ান মেসেজ ফাউন্ডেশনের শেইখ উসমান প্রকাশ্যে নোমান আলি খানের মিউজিক নিয়ে ভ্রান্ত ধারণা এবং গোংরামি খন্ডন করেন। নোমান আলি খানের পুর্বের বক্তব্য নিয়ে শেখ উসমান তাকে হোয়াটস্যাপ এ গোপনে নসিহত করার চেষ্টা করেন। কিন্তু সেখানে আরো ভালো দাই'দের উপস্থিতিতে যথাযথ প্রমাণ পেশ করার পরও নোমান আলি খান নিজের মতামতের উপর অটল থেকে গ্রুপ ত্যাগ করেন। শেখ উসমান এক বছর এই বিষয়ে তাকে রিসার্ছ করার সময় দেন যাতে অজ্ঞতা দূর হয়। সুবহানাল্লাহ, নিশ্চয়ই ইগো এবং প্রাইড আমাদেরকে ভুল পথে নিয়ে যায় এবং এর থেকে কেউ নিস্তার পাবে না যদি না তারা আল্লাহ'র উপর প্রকৃতভাবে আত্মসমর্পন করে এবং সাহায্য প্রার্থনা করে।
প্রথমত দেখা যায়, নোমান আলি খান সুরাহ লূকমানের ৬ নং আয়াতে মিউজিকের ব্যাপারে কথা বলা নিয়ে সন্দেহ পোষণ করে এবং পরে হাদিসের চেইন নিয়েও ভ্রান্ত মন্তব্য করে। ভিডিওতে শেখ উসমান তার সমস্ত কিছু দলিলের ভিত্তি করে সবাইকে সতর্ক করেন। নিশ্চয়ই এটা খুব দুঃখের যখন একজন প্রসিদ্ধ ব্যাক্তি হারামকে হালালের দিকে নিয়ে যেতে চান এবং হাদিস কুরআন এর দলিল গ্রহনে।বিস্তারিত পুরো ভিডিওতে দেখুন।
আল্লাহ আমাদের পথভ্রষ্ট হওয়া থেকে আশ্রয় দান করুন এবং বাতিল জ্ঞান এবং ব্যাক্তিদের ফলো করা থেকে দূরে রাখুন।