নীরব থাকার ফজিলত সম্পর্কেঃ
একদা লোকমান (আলাইহিস সালাম) তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, কথা বলা যদি রৌপ্যের সমতুল্য হয়, তবে চুপ থাকাটা স্বর্ণের সমতুল্য। ইমাম ইবনুল মুবারকের কাছে এই কথার ব্যাখ্যা জানতে চাওয়া হলে তিনি বলেন, মহান আল্লাহর ইবাদত ও আনুগত্যমূলক কাজে কোনো কথা বললে, সে কথার মূল্য রূপার মতো। আর আল্লাহর নাফরমানি ও অবাধ্যতামূলক কাজে কথা না বলে নীরব থাকলে, সে নীরবতার মূল্য স্বর্ণের মতো।
– আব্দুল্লাহ ইবনুল মুবারাক, শাইখ উসমান জামিল, পৃঃ ১৮৭
– আব্দুল্লাহ ইবনুল মুবারাকঃ জীবন ও কর্ম, সমকালীন প্রকাশন
* সমকালীন গাইরে সালাফী প্রকাশনী