Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,518
- Thread Author
- #1
মিতভাষিতার প্রশংসা করে আরবী কবি বলেন,
'নীরবতা একটি উত্তম গুণ, চুপ থাকাতে আছে নিরাপত্তা। অতএব তুমি কথা বললে বেশী কথা বলো না। নীরব থেকে এক বারও লাঞ্ছিত হইনি, কিন্তু কথা বলে বহুবার লাঞ্ছিত হয়েছি।'
'পা-পিছলার কারণে মানুষ মারা যায় না, কিন্তু জিভ-পিছলার কারণে অনেকে মারা যায়।'
সুখ-সন্ধানী বন্ধু আমার! 'নীরবতা বিনা কষ্টের এক ইবাদত, বিনা অলংকারের সৌন্দর্য, বিনা প্রতাপের প্রতিপত্তি। এই নীরবতা অবলম্বনের ফলেই তুমি ওযর পেশ করার মুখাপেক্ষী হবে না এবং তোমার সকল ত্রুটি গোপন করতে সক্ষম হবে।'
জেনে রেখো যে, নীরবতা মঙ্গল আনয়ন না করতে পারলেও কারো অমঙ্গল করে না।
তোমার জীবনে কথা হল ওষুধের মত। পরিমাণ মত ব্যবহার করলে তুমি উপকৃত হবে, বেশী ব্যবহার করলে ধ্বংস হবে।
হ্যাঁ, আর অন্যায় দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করো না। কারণ, সময়ে হক কথা না বললেও এমন নীরবতা অবলম্বনকারী বোবা শয়তান।
'নীরবতা একটি উত্তম গুণ, চুপ থাকাতে আছে নিরাপত্তা। অতএব তুমি কথা বললে বেশী কথা বলো না। নীরব থেকে এক বারও লাঞ্ছিত হইনি, কিন্তু কথা বলে বহুবার লাঞ্ছিত হয়েছি।'
'পা-পিছলার কারণে মানুষ মারা যায় না, কিন্তু জিভ-পিছলার কারণে অনেকে মারা যায়।'
সুখ-সন্ধানী বন্ধু আমার! 'নীরবতা বিনা কষ্টের এক ইবাদত, বিনা অলংকারের সৌন্দর্য, বিনা প্রতাপের প্রতিপত্তি। এই নীরবতা অবলম্বনের ফলেই তুমি ওযর পেশ করার মুখাপেক্ষী হবে না এবং তোমার সকল ত্রুটি গোপন করতে সক্ষম হবে।'
জেনে রেখো যে, নীরবতা মঙ্গল আনয়ন না করতে পারলেও কারো অমঙ্গল করে না।
তোমার জীবনে কথা হল ওষুধের মত। পরিমাণ মত ব্যবহার করলে তুমি উপকৃত হবে, বেশী ব্যবহার করলে ধ্বংস হবে।
হ্যাঁ, আর অন্যায় দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করো না। কারণ, সময়ে হক কথা না বললেও এমন নীরবতা অবলম্বনকারী বোবা শয়তান।
[সুখের সন্ধান, শাইখ আবদুল হামীদ ফাইজী আল মাদানী; ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরি]