ইমাম সুফিয়ান আস-সাওরি (রাহিমাহুল্লাহ) সর্বদা আল্লাহর নিয়ামতের বিষয়েও সচেতন ও দায়িত্বশীল ছিলেন। আল্লাহ আপন অনুগ্রহে তাকে যে খাদ্যপানীয় দান করেছেন, তিনি তাঁর শুকরিয়াস্বরূপ সারা রাত ইবাদতে মশগুল থাকতেন।
বর্ণিত আছে, এক রাতে তিনি তৃপ্তিভরে আহার করার পরে বলেন, ‘গাধাকে খাদ্য বেশি দেওয়া হলে, কাজও বেশি করানো হয়।’
এ বলে তিনি সারা রাত ইবাদতে কাটিয়ে দেন।
— ওয়াফায়াতুল আয়ান, খন্ড : ২
বর্ণিত আছে, এক রাতে তিনি তৃপ্তিভরে আহার করার পরে বলেন, ‘গাধাকে খাদ্য বেশি দেওয়া হলে, কাজও বেশি করানো হয়।’
এ বলে তিনি সারা রাত ইবাদতে কাটিয়ে দেন।
— ওয়াফায়াতুল আয়ান, খন্ড : ২