নিয়তের মাধ্যমে প্রতিটি কাজ সওয়াব

Joined
Oct 12, 2024
Threads
46
Comments
76
Reactions
493
আমরা অনেকেই মনে করি, শুধু নামাজ-রোজা করলেই সওয়াব পাওয়া যায়। কিন্তু রাসূলুল্লাহ ﷺ আমাদের শিক্ষা দিয়েছেন— জীবনের প্রতিটি হালাল কাজও সঠিক নিয়ত করলে সওয়াবের কারণ হতে পারে।

একবার কিছু সাহাবী রাসূল ﷺ-কে বললেন—
“হে আল্লাহর রাসূল ﷺ! ধনী ব্যক্তিরা তো আমাদের চেয়ে বেশি সওয়াব অর্জন করে। আমরা যেমন নামাজ পড়ি, রোজা রাখি, তারাও তেমন করে। কিন্তু তারা অতিরিক্ত সম্পদ দান করে, অথচ আমরা তা পারি না।”

এতে নবী ﷺ বললেন—
“আল্লাহ কি তোমাদের জন্য অনেক সওয়াবের দরজা উন্মুক্ত করেননি? তোমাদের প্রতিটি ‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’, ‘আল্লাহু আকবার’ বলা একটি সাদাকা। নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা— এগুলোও সাদাকা। এমনকি তোমাদের বৈধ দাম্পত্য সম্পর্কও একটি সাদাকা।”
(সহীহ মুসলিম, হাদীস: ১০০৬ / ইফা ২১৯৮, ইসলামিক সেন্টার ২২০০)

সাহাবীগণ অবাক হয়ে বললেন:
“হে আল্লাহর রাসূল ﷺ! কেউ তার স্ত্রীকে নিয়ে বৈধভাবে জীবন যাপন করলে তাতেও কি সওয়াব হবে?”

রাসূল ﷺ উত্তর দিলেন:
“তোমরা ভেবে দেখো, যদি সে হারাম পথে পূরণ করত তবে কি গুনাহ হতো না? একইভাবে হালাল পথে পূরণ করলে সওয়াব হবে।”

শিক্ষ:
প্রতিটি হালাল কাজ নিয়তের মাধ্যমে ইবাদতে রূপান্তরিত হয়।

শুধু দান-খয়রাত নয়, জিকির, দাম্পত্য জীবন, এমনকি হাসিমুখে কারো সাথে কথা বলাও সওয়াবের কাজ।

গরীব বা সম্পদহীন হওয়া সওয়াবের পথে কোনো বাধা নয়।

তাই আসুন— প্রতিটি কাজের শুরুতে নিয়ত করি: “আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি।” তাহলেই আমাদের পুরো জীবন ইবাদতে রূপান্তরিত হবে, ইনশাআল্লাহ।
 
Similar threads Most view View more
Back
Top