নষ্ট মানুষরাই অর্থ-কড়ি দিয়ে অপরকে সম্মান করে

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,141
Comments
1,333
Solutions
1
Reactions
12,660
মানুষেরা যখন নষ্ট হয়ে যায়, তখন শুধু অর্থ-কড়ি দিয়েই তারা একে অপরকে সম্মান করে। কারণ তাদের মানবীয় মূল্যবোধ নিম্নগামী হয়। টিকে থাকে কেবল অর্থ-সম্পদের বিবেচনা, যার মূল্য (হ্রাস পেয়ে) বদলে যায় না। কিন্তু মানুষেরা যখন শুধরে যায়, তখন সম্মানের মাপকাঠি হয়ে ওঠে স্বভাব-চরিত্র। কারণ তখন অর্থ-সম্পদ দিয়ে মানুষকে বিচার করার প্রবণতা কমে আসে। অর্থ নৈতিকতা বা চরিত্রের উপর প্রাধান্য পায় না কিংবা সেটিকে পরিচালিত করে না।
বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন: "তুমি একটি লোহার আংটি হলেও তালাশ করো" তখন তিনি এটির দিকেই ইঙ্গিত করেছিলেন। তিনি বিবাহ থেকে বস্তুবাদকে নাকচ করতে এবং তাতে আধ্যাত্মিকতাকে জীবিত করে তুলতে চেয়েছিলেন। বিবাহকে তার সুক্ষ্মতম সামাজিক অর্থে স্বীকৃতি দিতে চেয়েছিলেন।

যেন তিনি বলছেন: একজন পুরুষ যদি নানান বস্তুর মাধ্যমে যথেষ্ট পুরুষ হয়ে উঠতে পারে, সে সকল বস্তুর মাঝে সবচেয়ে সামান্য ও সবার শেষে থাকবে অর্থ-সম্পদ। এমনকি তুচ্ছতম বস্তুও এক্ষেত্রে যথেষ্ট হবে; যেমন: লোহার আংটি। কারণ পুরুষ তো সে, যার মাঝে পুরুষের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, শক্তিমত্তা ও প্রকৃতি প্রতিভাত হয়। পুরুষত্ব যদি সামান্য ও অল্প থাকে, তাহলে সম্পদ থাকলেও তা যথেষ্ট হবে না। সারা পৃথিবী ভর্তি স্বর্ণ একজন নারীর কাছে এক অপূর্ণ পুরুষকে পূর্ণ করে তুলবে না। একজন বৃদ্ধ তার মুখ ভরে স্বর্ণের তৈরি দাঁত লাগিয়ে রাখলেও সেটা কি হারিয়ে যাওয়া দাঁতের অপূর্ণতাকে পূর্ণ করতে পারে?!

- রাফেয়ী (রাহিমাহুল্লাহ)
[ওয়াহিউল ক্বালাম: ১/১৯৮]
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top