১. আনাস ইবনু মালিক রদ্বিইয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রসূল (ﷺ) বলেছেন: “আমিই জান্নাতের ব্যাপারে সর্বপ্রথম শাফা'আত করব।” তিনি আরো বলেছেন: “আমাকে [উম্মাত দ্বারা] যতটা সত্যায়ন করা হবে, অন্য কোন নাবীকে ততটা সত্যায়ন করা হবেনা। নিশ্চয় নাবীদের মধ্য হতে এমনও নাবী থাকবেন যাকে মাত্র একজন ছাড়া আর অন্য কেউই সত্যায়ন করবে না।"(সহীহ মুসলিম)
২. আবু হুরায়রা (রাদিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, "আমি আদম সন্তানদের নেতা, আমিই সর্বপ্রথম [কিয়ামতের দিনে] যমীন থেকে বের হব। আমিই সর্বপ্রথম শাফায়াতকারী। আর আমার করা শাফায়াতই সর্বপ্রথম গ্রহণ করা হবে" (আহমাদঃ ২/৫৪০; সহীহ)
২. আবু হুরায়রা (রাদিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, "আমি আদম সন্তানদের নেতা, আমিই সর্বপ্রথম [কিয়ামতের দিনে] যমীন থেকে বের হব। আমিই সর্বপ্রথম শাফায়াতকারী। আর আমার করা শাফায়াতই সর্বপ্রথম গ্রহণ করা হবে" (আহমাদঃ ২/৫৪০; সহীহ)