যিয়াদ বিন হুদায়ের (রাঃ) বলেন,
আমাকে একদিন
হযরত ওমর ফারূক (রাঃ) বললেন, তুমি কি জানো কোন্ বস্তু ইসলামকে ধ্বংস করে? আমি বললাম, না। তিনি বললেন, ইসলামকে ধ্বংস করে তিনটি বস্তু :
১. আলেমের পদস্খলন
২. আল্লাহ্র কিতাব নিয়ে মুনাফিকদের ঝগড়া এবং
৩. পথভ্রষ্ট নেতাদের শাসন'।
দারেমী হা/২১৪, সনদ ছহীহ; মিশকাত হা/২৬৯; ঐ, বঙ্গানুবাদ হা/২৫১।
আব্দুল্লাহ ইবনুল মুবারক (১১৮-১৮১ হিঃ) বলেন,
'দ্বীনকে ধ্বংস করে মাত্র তিনজন :
১. অত্যাচারী শাসকবর্গ,
২. দুষ্টমতি আলেমরা ও
৩. ছূফী পীর- মাশায়েখরা'।
প্রথমোক্ত লোকদের সামনে ইসলামী শরী'আত ও রাজনীতি সাংঘর্ষিক হলে তারা রাজনীতিকে অগ্রাধিকার দেয় ও শরী‘আতকে দূরে ঠেলে দেয়।
দ্বিতীয় শ্রেণীর লোকেরা তাদের রায়-ক্বিয়াস ও যুক্তির সঙ্গে শরী'আত সাংঘর্ষিক হলে নিজেদের রায়কে অগ্রাধিকার দেয় এবং হারামকে হালাল করে ।
তৃতীয় শ্রেণীর লোকেরা তাদের কথিত কাশফ ও রুচির বিরোধী হ'লে শরী'আতের প্রকাশ্য হুকুম ত্যাগ করে ও কাশফকে অগ্রাধিকার দেয়।
শরহ আক্বীদা ত্বাহাবিয়া (বৈরূত ছাপা : ১৪০৪ / ১৯৮৪) ২০৪ পৃঃ।