- Views: 370
- Replies: 1
শায়খ মুহাম্মাদ বিন উমার বাযমূল হাফিযাহুল্লাহ বলেনঃ
আমার দ্বীন আমাকে শিখিয়েছে যে:
নিজেকে আল্লাহর ইচ্ছাধীন পথে চালানোর, আল্লাহর দ্বীনে ফিরে আসার এবং আল্লাহর শরীয়তের উপর অটল থাকার একমাত্র ও কেবলমাত্র একটি পথ রয়েছে। সেটা হলো: শরয়ী ইলম অর্জন; যে ইলমটা সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী কুরআন ও সুন্নাহর উপর ভিত্তিশীল।
কারণ, দ্বীন দুটি মূলভিত্তির উপর দাঁড়িয়ে আছেঃ
১) একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা। এটাই হলো- ইখলাস। আর এটাই "আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না" মর্মে সাক্ষ্যের মূলকথা।
২) আল্লাহর দেয়া বিধান ছাড়া অন্য কিছু দিয়ে তাঁর ইবাদত না করা। এটাই হচ্ছে, অনুসরণ। আর এটাই "মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল" মর্মে সাক্ষ্যের মূলকথা।
সুতরাং, রাসূলের অনুসরণ ছাড়া শুধু ইখলাস যেমন ফলপ্রসূ নয়, তেমনি ইখলাসহীন রাসূলের আনুগত্য কোনো কাজের নয়।
আর যে ব্যক্তি রাসূলের অনুসরণ করতে চায়, তাকে তো অবশ্যই উপরোক্ত পদ্ধতি তথা সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী কুরআন ও সুন্নাহর উপর ভিত্তিশীল ইলম অর্জন করতে হবে।
আল্লাহ তা'আলা বলেনঃ "আর কারো নিকট সঠিক পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় সে দিকেই তাকে আমরা ফিরিয়ে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করাব, আর তা কতই না মন্দ আবাস!" (সূরা নিসা, ১১৫)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ (শরয়ী) ইলম অর্জন করা ফরয। -[ইবনু মাজাহ/২২৪, কাত্তানী এটাকে মুতাওয়াতির হাদীস গণ্য করে "নাযমুল মুতানাসির মিন হাদীসিল মুতাওয়াতির" গ্রন্থে (৬ নং) উল্লেখ করেছেন।]
আমার দ্বীন আমাকে শিখিয়েছে যে:
নিজেকে আল্লাহর ইচ্ছাধীন পথে চালানোর, আল্লাহর দ্বীনে ফিরে আসার এবং আল্লাহর শরীয়তের উপর অটল থাকার একমাত্র ও কেবলমাত্র একটি পথ রয়েছে। সেটা হলো: শরয়ী ইলম অর্জন; যে ইলমটা সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী কুরআন ও সুন্নাহর উপর ভিত্তিশীল।
কারণ, দ্বীন দুটি মূলভিত্তির উপর দাঁড়িয়ে আছেঃ
১) একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা। এটাই হলো- ইখলাস। আর এটাই "আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না" মর্মে সাক্ষ্যের মূলকথা।
২) আল্লাহর দেয়া বিধান ছাড়া অন্য কিছু দিয়ে তাঁর ইবাদত না করা। এটাই হচ্ছে, অনুসরণ। আর এটাই "মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল" মর্মে সাক্ষ্যের মূলকথা।
সুতরাং, রাসূলের অনুসরণ ছাড়া শুধু ইখলাস যেমন ফলপ্রসূ নয়, তেমনি ইখলাসহীন রাসূলের আনুগত্য কোনো কাজের নয়।
আর যে ব্যক্তি রাসূলের অনুসরণ করতে চায়, তাকে তো অবশ্যই উপরোক্ত পদ্ধতি তথা সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী কুরআন ও সুন্নাহর উপর ভিত্তিশীল ইলম অর্জন করতে হবে।
আল্লাহ তা'আলা বলেনঃ "আর কারো নিকট সঠিক পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় সে দিকেই তাকে আমরা ফিরিয়ে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করাব, আর তা কতই না মন্দ আবাস!" (সূরা নিসা, ১১৫)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ (শরয়ী) ইলম অর্জন করা ফরয। -[ইবনু মাজাহ/২২৪, কাত্তানী এটাকে মুতাওয়াতির হাদীস গণ্য করে "নাযমুল মুতানাসির মিন হাদীসিল মুতাওয়াতির" গ্রন্থে (৬ নং) উল্লেখ করেছেন।]