দ্বীনের পথে একজন শিক্ষার্থীর পরিচয়

Joined
Aug 24, 2025
Threads
4
Comments
4
Reactions
57
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমার নাম তাসলিম আহম্মেদ রিসাদ। আমি আহম্মেদ আর. নামেও পরিচয় দিয়ে থাকি—যেখানে আমার নামের মধ্যাংশ ও শেষ নামের ইংরেজি প্রথম অক্ষর ব্যবহার করা হয়।
আমি একজন শিক্ষার্থী। বর্তমানে আমি দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত এবং আমার বর্তমান ঠিকানা মোহনগঞ্জ, নেত্রকোনা।

আমার আকিদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ।
আমি কুরআন ও সহিহ সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করি সালাফে সালেহীনের ব্যাখ্যা ও বুঝের আলোকে।

আমি বিশেষভাবে চেষ্টা করি—
• শিরক ও বিদ‘আত থেকে দূরে থাকতে
• সহিহ দলিলভিত্তিক আমলকে অগ্রাধিকার দিতে
• দ্বীনের ক্ষেত্রে মধ্যপন্থা, ইখলাস ও তাকওয়াকে গুরুত্ব দিতে

আমি দ্বীনের ইলম অর্জনের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছি এবং আল্লাহর দ্বীনের দাওয়াহর সঙ্গে নিজেকে যুক্ত রাখতে আগ্রহী।
আল্লাহই উত্তম জানেন।

আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে
সহিহ আকিদা ও সুন্নাহর উপর অবিচল থাকার তাওফিক দান করুন, আমাকে দ্বীনের পথে অটুট রাখুন
এবং আমাকে দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করুন।
আমিন।
 
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
সালাফি ফোরামে আপনাকে পেয়ে আমরা অত্যান্ত আনন্দিত।
আল্লাহ আপনার ইলমে বারাকাহ দান করুক, দ্বীনের কাজগুলো কবুল করুক এবং আপনার থেকে ইলম নিয়ে ফোরামের মেম্বারদের উপকৃত করুক।
জাযাকাল্লাহু খাইরান।
 
Back
Top