প্রখ্যাত তাবেঈ সালামা ইবনু দীনার আবূ হাযেম (রহঃ) বলেন, ‘দু’টি কাজ সম্পাদনের মাধ্যমে তুমি দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জন করতে পারবে। (১) আল্লাহ যা ভালবাসেন, তোমার নিকট সেটা অপসন্দনীয় হ’লেও তুমি তা সম্পাদন করবে এবং (২) আল্লাহ যা অপসন্দ করেন, সেটা তোমার নিকটে পসন্দনীয় হ’লেও তা বর্জন করবে’।
[ফাসাবী, আল-মা‘রিফাতু ওয়াত তারীখ ১/৬৭৮]
[অমর বাণী - আব্দুল্লাহ আল-মা‘রূফ]
[ফাসাবী, আল-মা‘রিফাতু ওয়াত তারীখ ১/৬৭৮]
[অমর বাণী - আব্দুল্লাহ আল-মা‘রূফ]