- Joined
- Jun 12, 2024
- Threads
- 156
- Comments
- 234
- Solutions
- 1
- Reactions
- 1,576
- Thread Author
- #1
যুহদঃ (দুনিয়াবিমুখতা)
রাসূলুল্লাহ ﷺ বলেনঃ
«ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّكَ اللَّهُ وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبَّكَ النَّاسُ»
দুনিয়া বর্জন করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং মানুষের নিকট যা আছে তার প্রতি লোভ করো না। তাহলে লোকেরা তোমাকে ভালোবাসবে।
[সহীহ : ইবনু মাজাহ ৪১০২, সিলসিলাতুস সহীহাহ্ ৯৪৪, সহীহুল জামি' ৯২২, ১০৬০৫]
• শাইখ আব্দুল আজিজ বিন বায রঃ এর ব্যাখ্যায় বলেন,
দুনিয়া বর্জনের (যুহদ) অর্থ হল আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা এবং আখিরাত থেকে আপনাকে বিভ্রান্ত করে এমন জিনিস থেকে দূরে থাকা। এবং লোকদের থেকে বিরত থাকার অর্থ হল তাদের কাছে ভিক্ষা না করা, যদি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হন তবে মানুষের কাছে ভিক্ষা করবেন না।
● [مجموع الفتاوى ٢٩/٢٣٨]
[সংগৃহীতঃ মূল:ইংরেজি, বাংলা তরজমা: ওয়াসিম]
রাসূলুল্লাহ ﷺ বলেনঃ
«ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّكَ اللَّهُ وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبَّكَ النَّاسُ»
দুনিয়া বর্জন করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং মানুষের নিকট যা আছে তার প্রতি লোভ করো না। তাহলে লোকেরা তোমাকে ভালোবাসবে।
[সহীহ : ইবনু মাজাহ ৪১০২, সিলসিলাতুস সহীহাহ্ ৯৪৪, সহীহুল জামি' ৯২২, ১০৬০৫]
• শাইখ আব্দুল আজিজ বিন বায রঃ এর ব্যাখ্যায় বলেন,
দুনিয়া বর্জনের (যুহদ) অর্থ হল আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা এবং আখিরাত থেকে আপনাকে বিভ্রান্ত করে এমন জিনিস থেকে দূরে থাকা। এবং লোকদের থেকে বিরত থাকার অর্থ হল তাদের কাছে ভিক্ষা না করা, যদি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হন তবে মানুষের কাছে ভিক্ষা করবেন না।
● [مجموع الفتاوى ٢٩/٢٣٨]
[সংগৃহীতঃ মূল:ইংরেজি, বাংলা তরজমা: ওয়াসিম]