সালমান (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, দুআ ব্যতীত তাক্বদীরকে ফিরাতে পারে না এবং নেকী (পিতা-মাতা ও আত্মীয়দের সাথে সদ্বব্যবহার) ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। [সুনানে তিরমিজি, হা.২১৩৯]
আয়েশা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, তাক্বদীরের ক্ষেত্রে কোন সতর্কতাই কোন কাজে আসে না, আর যা অবতীর্ণ হয়েছে ও যা অবতীর্ণ হয়নি এ ব্যাপারে দু'আ উপকার করে। আর বিপদাপদ যখন আপতিত হয়, দুআর তার (বিপদাপদের) সাথে সাক্ষাৎ করে ও ক্বিয়ামত পর্যন্ত তার সাথে সংঘাতে লিপ্ত থাকে। তথা তাকে প্রতিহত করে। [মুসতাদরাক হাকেম, হা.২৮১৩; ছহীহুল জামে', হা.৭৭৩৯]
আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, নবী করীম (সা:) বলেন, আল্লাহর নিকট দুআর চাইতে সম্মানিত আর কোন জিনিস নেই। [সুনানে তিরমিজি, হা. ৩৩৭০]
সালমান ফারিনী (রা:) হতে বর্ণিত, নবী করীম (সা:) বলেন, নিশ্চয় আল্লাহ তা'আলা লজ্জাশীল ও মহান দাতা। তাঁর কোন বান্দা তাঁর নিকট দুই হাত উঠালে তা খালি ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। [সুনানে তিরমিযী, হা. ৩৫৫৬]
আয়েশা (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, তোমাদের কেউ যখন আল্লাহর নিকট কিছু চায় তাহলে সে যেন বেশি করে চায়। কেননা সে তার রবের নিকট চায়। [ইবনু হিব্বান, হা.৮৮৬]
আবূ হুরায়রা (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, বিপদাপদ ও দুঃখের সময় যে ব্যক্তি এই মনে করে সন্তুষ্ট হতে চায় যে, আল্লাহ তার দু'আ কবুল করবেন, তাহলে
সে যেন সুখের সময় বেশি বেশি দু'আ করে। [সুনানে তিরমিজি, হা. ৩৩৮২]
আবূ হুরায়রা (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, মানুষের মধ্যে সবচেয়ে অক্ষম ঐ ব্যক্তি যে দু'আ করতে অপারগ এবং ঐ ব্যক্তি সবচেয়ে কৃপণ যে সালাম দিতে কৃপণতা করে। [তাবারাণী, আল-মু'জামুল আওসাত্ব, হা.৫৫৯১; ছহীহুল জামে, হা.১০৪৪]
আয়েশা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, তাক্বদীরের ক্ষেত্রে কোন সতর্কতাই কোন কাজে আসে না, আর যা অবতীর্ণ হয়েছে ও যা অবতীর্ণ হয়নি এ ব্যাপারে দু'আ উপকার করে। আর বিপদাপদ যখন আপতিত হয়, দুআর তার (বিপদাপদের) সাথে সাক্ষাৎ করে ও ক্বিয়ামত পর্যন্ত তার সাথে সংঘাতে লিপ্ত থাকে। তথা তাকে প্রতিহত করে। [মুসতাদরাক হাকেম, হা.২৮১৩; ছহীহুল জামে', হা.৭৭৩৯]
আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, নবী করীম (সা:) বলেন, আল্লাহর নিকট দুআর চাইতে সম্মানিত আর কোন জিনিস নেই। [সুনানে তিরমিজি, হা. ৩৩৭০]
সালমান ফারিনী (রা:) হতে বর্ণিত, নবী করীম (সা:) বলেন, নিশ্চয় আল্লাহ তা'আলা লজ্জাশীল ও মহান দাতা। তাঁর কোন বান্দা তাঁর নিকট দুই হাত উঠালে তা খালি ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। [সুনানে তিরমিযী, হা. ৩৫৫৬]
আয়েশা (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, তোমাদের কেউ যখন আল্লাহর নিকট কিছু চায় তাহলে সে যেন বেশি করে চায়। কেননা সে তার রবের নিকট চায়। [ইবনু হিব্বান, হা.৮৮৬]
আবূ হুরায়রা (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, বিপদাপদ ও দুঃখের সময় যে ব্যক্তি এই মনে করে সন্তুষ্ট হতে চায় যে, আল্লাহ তার দু'আ কবুল করবেন, তাহলে
সে যেন সুখের সময় বেশি বেশি দু'আ করে। [সুনানে তিরমিজি, হা. ৩৩৮২]
আবূ হুরায়রা (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, মানুষের মধ্যে সবচেয়ে অক্ষম ঐ ব্যক্তি যে দু'আ করতে অপারগ এবং ঐ ব্যক্তি সবচেয়ে কৃপণ যে সালাম দিতে কৃপণতা করে। [তাবারাণী, আল-মু'জামুল আওসাত্ব, হা.৫৫৯১; ছহীহুল জামে, হা.১০৪৪]